বৃক্ষরোপন উৎসব :২০২৩ শিক্ষার্থীদের মধ্যে বনরক্ষার প্রবণতা বাড়াবে

বৃক্ষরাম চৌধুরী পাড়া এস বি স্কুল, ডেমছড়া এডিসি ভিলেজ, লংতরাইভ্যালী মহকুমা, ধলাই জেলা ত্রিপুরায় একটি রিয়াং জনজাতি অধ্যষিত অঞ্চলের ইলিমেন্টারী  স্কুল।শিক্ষার্থী, শিক্ষকসহ আমরা আজ দেবদারু,কৃষ্ণচূড়া,হরতকী,আমলকী, নিমের চারা রোপন করে উদযাপন করা হয় বৃক্ষরোপন উৎসব। স্কুলের শিক্ষক ভুলুকুমার দেববর্মা, রাজু দাস ও আমি ছিলাম বৃক্ষরোপনের সুপারভিশন করার কাজে।
বৃক্ষরাম অঞ্চলে আগামী বহুদিন বৃক্ষরোপন না হলেও রাজধানীর মতো বৃক্ষহীন হবে না।কিন্তু রিয়াং শিক্ষার্থীদের মধ্যে বনরক্ষা ও রোপনের উপকারীতা বিষয়ে সারগর্ভ কিছু আলোকপাত করে বৃক্ষ রোপন করা হয়।এতে আগামীদিনের পৃথিবীতে বিশ্ব-উষ্ণায়নের মহামারী থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপন এক আন্দোলনের রূপ পাক শিক্ষক হিসেবে আমরা সমস্ত শিক্ষার্থীদের মধ্যে বনসৃজন ও বনরক্ষা খুব প্রয়োজন কথাগুলো উপলব্ধিতে পৌঁছে দিতেই চেয়েছি।পূর্বেও অন্যান্য স্কুলগুলোতেও এরকম বৃক্ষরোপন করে সে সকল স্কুলের মধ্যে বৃক্ষগুলো আজ অনেক বড় হয়ে সবুজ ছড়াচ্ছে। বাতাস দিচ্ছে। প্রয়োজনীয় অক্সিজেন সাপ্লাই করছে।এতে আগামীর পৃথিবীতে বিশ্ব-উষ্ণায়ন দূর হবে বিশ্বাস রাখি। 

১৬:০৬:২০২৩

0 Comments