বুকের ভেতর ঢেউ খেলে যায় শিৎকারবালিকা

গোবিন্দ ধর 

বুকের ভেতর ঢেউ খেলে যায় গোপনঈশ্বরী
চাঁদপনামুখ চিনি বহুদিন ধরে। 
মনে হয় তাহার ঠোঁটের ছোঁয়া লেগেছে ঠোঁটের মাঝে বহুদিন 
এই মোহ এই মায়া এই প্রেম আসলে প্রেম কিনা
ভালোবাসা কিনা
মূহুর্তের কাছে মূহুর্তের আলোর বিস্ফোরণ কিনা, জানি না
তবুও মনের ভেতর ঢেউ খেলে যায় মৎসমেয়েটি।

প্রেম বাতিঘর তাকে দিক নির্দেশ মেনে বুড়িগঙ্গায় জাহাজ ছাড়ি
যদি ফিরে না আসে ক্ষতি নেই 
পদ্মা যমুনা গঙ্গায় ভেসে যাক শরীর।
এই ঠোঁটে গোপন ঈশ্বরীর চুমু এসে পাড় ভেঙে দিক।
নদীর কল্লোল বয়ে যাক বুকের ছাতির ভেতর। 
বুকের পাঁজর ভেঙে যাক চাঁদপুরের ইলিশ মেয়েটির শিৎকারে।

বুকের ভেতর ঢেউ তুলে যে মৎসমেয়েটি বুড়িগঙ্গায় ডুবে গেলো
তারও ছিলো ঠোঁটের ছোঁয়ায় সমুদ্র কল্লোল। 

বুকের ভেতর ঢেউ খেলে যায় মৎসমেয়েটি। 
তার শিৎকারে চাঁদপুরে ইলিশ লাফায়।
আমি তার নাম রাখি শিৎকারবালিকা।

২৮:০৬:২০২৩
সকাল:৯টা
ডেমছড়া।

0 Comments