প্রিয় কবি
নির্মলেন্দু গুণ,  Nirmalendu Goonমহোদয়
বাংলাদেশ।

সীমান্ত হত্যা গেরিলা আক্রমন কিংবা মানুষ হত্যা আমরা এমন হত্যা করার পক্ষে নয়।আমরাও এমন হত্যা মানবতা পন্থী বলে বিশ্বাস করি না।আমরা চাই ভারত বাংলাদেশের কাঁটাতার উঠে যাক।দুদেশের সীমান্তে আরো সহজ যাতায়েত করার সুযোগ তৈরী হোক।এমন হত্যা কেন আমরাও তার প্রতিবাদ করি।মানুষ হোক মানুষের মতো।হায়না কিংবা পশুর আচরণ কোন মানুষের হোক আমরাও চাই না।সহজ আরো সহজ হোক আমাদের প্রাচীর।আমরা চাই দুদেশের জনগণ আরো সহজে এক দেশ থেকে অন্য দেশে যাতায়েত করুক।
আপনার জন্মদিন হোক শুভ।আমরাও চাই রক্ত পাতহীন একটি সুন্দর সম্পর্ক।আপনার কোমল মনোভাবের কাছে মাথা নত করেই বলছি আপনার চাহিদা পূরণ হোক এ চাওয়া ভারতবাসী হিসেবে আমারও।আমাদেরও। সীমান্তপথে সকল সীমান্ত রক্ষী মানবিক হোন।আসল কাজটা করুণ। গুলি অস্ত্র  খুন আসলেই কোন সীমান্তকে সুরক্ষিত রাখার একমাত্র মোক্ষম দাওয়াই হতে পারে না।বিবেকবাণদের বুকে এসব জগণ্য ঘৃণ্য হত্যা।এসব বন্ধ হোক।ভারত বাংলাদেশ সীমান্ত হোক হিংসা আর সন্ত্রাসবাদ মুক্ত শান্তির উন্মুক্ত দ্বার।
কবি আপনার মনে আজ শান্তি নেই,জানি।আমারও।আমাদেরও অনেকের এরকম হত্যা বিবেকের মাটিতে এরকম ঘটনায় খারাপ লাগে। দূঃখ পাই।প্রতিবাদ করি।আজোও করলাম।এমন ঘটনা আর চাই না।
কবি আপনার মনের দূঃখের সাথী আমরাও।
আপনার জন্মদিন হোক, ধূমধাম নাই বা হলো।আমরা এই আপনার জন্মদিন থেকেই বলতে চাই:আর আমরা সীমান্ত হত্যা, অমানবিক খুন আর অত্যাচার চাই না।চাই দুদেশের কাঁটাতার উঠে যাক।আরো সহজভাবে হোক সামাজিক,সাংস্কৃতিক ও ব্যবসায়িক যোগাযোগ আমাদের।আপনার জন্মদিন বারবার আসুক।
গোবিন্দ ধর
২১:০৬:২০১৭।
কুমারঘাট।

0 Comments