ত্রিপুরার মহিলা সম্পাদিত লিটল ম্যাগাজিন:ত্রিপুরা গাইড থেকে দোলনা

গোবিন্দ ধর

লক্ষ কোটি হর্স পাওয়ার নিয়ে এক একটি লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়।সম্পাদিত হয়।সম্পাদক তার সেরা চিন্তার ফসল তুলে দেন পাঠকের পাতে।
ত্রিপুরার লিটল ম্যাগাজিনের ধারাও রবি থেকে ১৫০ বছরের ইতিহাস।১৮৬০ সালে সাহিত্য সাময়িকী প্রথম প্রকাশ হয় ত্রিপুরায়।১৯ শতকের মধ্য ভাগে ত্রিপুরা থেকে প্রথম যে সাময়িকী প্রকাশ হয় তার নাম"ত্রিপুরা জ্ঞান প্রসারিণী "।মাসিক টই সাময়িকী প্রকাশের ইতিহাস রাজাদের সহযোগিতা।পৃষ্ঠপোষণা।
ত্রিপুরায় তখন রাজ আমল।রবীন্দ্রনাথ বার বার ছুটে আসছেন ত্রিপুরায়।
ত্রিপুরার আটটি জেলা থেকে এই সময় প্রায় সত্তর থেকে আশি খানা লিটল ম্যাগাজিন প্রকাশ হয়।
লিটল ম্যাগাজিন প্রকাশের চাই কৌশল।
আমার দৃষ্টিতে কৌশল হোক

"লিটল ম্যাগাজিন :একটি প্রকাশ
লিটল ম্যাগাজিন:পাঠক প্রত্যাশা করে
লিটল ম্যাগাজিন :উপস্থাপনায় সমৃদ্ধ ও উৎকর্ষপূর্ণ হতে চায়
লিটল ম্যাগাজিন :প্রসারিত হতে চায়
লিটল ম্যাগাজিন :নিয়মিত হতে চায়
লিটল ম্যাগাজিন : চরম দ্রোহ
লিটল ম্যাগাজিন :পরম আন্তরিকতা
লিটল ম্যাগাজিন :শিল্পের প্রতি মমত্ববোধ
লিটল ম্যাগাজিন :আন্তরিক স্পর্ধা
লিটল ম্যাগাজিন :বেড়ে ওঠা, ছোটা,থামা এবং নামা
লিটল ম্যাগাজিন:ঐতিহ্য ও সমাজ সচেতনতা
লিটল ম্যাগাজিন :নিরীক্ষাধর্মী, মননশীলতায় ঋদ্ধ
লিটল ম্যাগাজিন :প্রথাবিরোধী "
এই ধারাকে কেন্দ্র করেই ত্রিপুরায় জ্বালা, হাল থেকে বর্তমান মুখাবয়ব,পূর্বমেঘ,ভাষাসাহিত্য,ফোটামাটি,স্রোত,উন্মেষ,আকাশের ছাদ,মানবী কবিতাঘর,কুসুম,অন্যভূমি,মণিহার,পারমিতা সর্বশেষ দোলনার প্রকাশ।

রাজ আমল থেকে রবির প্রকাশ আমাদের ত্রিপুরায় এক মাইল ফলক।
মহিলা পরিচালিত লিটল ম্যাগাজিনগুলোর তালিকা প্রকাশ করলাম।
রাজ আমল থেকে বৃহত্তরো ত্রিপুরার লিটল ম্যাগাজিনগুলো উল্লেখ করলাম।
তথ্যগত কোন পরিবর্তন প্রয়োজনে আলোচনা হোক।

মহিলা পরিচালিত ত্রিপুরার লিটল ম্যাগাজিন
------------------------------------------------------------

১৯১১ ত্রিপুরা গাইড সাপ্তাহিকী :কাদম্বিনী গুপ্ত
১৯৬৯, ৭জানু: ত্রিসর্গ: লীনা পুরকায়স্থ
১৯৭২ কলামন্দির:কণা ভৌমিক
১৯৭৩ অজন্তা(মাসিক):অর্চনা ঘোষ
১৯৭৩ পাক্ষিক বার্তা:বেবী গুপ্তা
১৯৭৩ জনবার্তা :শাশ্বতী ঘোষ
১৯৭৪ত্রিপুরা ডাক:শেফালী দেববর্মা
১৯৭৪ ওডিকলোন:জবা গুপ্তা
১৯৭৪ মৌসুম :দীপালি গুপ্তা
১৯৭৫ তাতার :পাঞ্চালী দেববর্মণ
১৯৭৭ আনন্দধারা:নন্দিতা ভট্টাচার্য
১৯৭৮ রাণার:মিতা দাস
১৯৭৮ শ্রবণা শিখা দাস
১৯৭৮ স্বপক্ষে :মিত্রা রায়
১৯৭৯ মানবী:কল্যাণী ভট্টাচার্য 
১৯৮৬ ভূক্তা সমাচার:মিসেস কল্যাণী মহন্ত
১৯৮৯ বহ্নিশিখা :নিভা চৌধুরী
১৯৮৯ অধুনা সপ্তাহিক:ইন্দিরা ভট্টাচার্য
১৯৯০ লোকসংস্কৃতি :গীতা সরকর(যৌথ)
১৯৯২ দীপালী :আলপনা সিনহা(যৌথ)
১৯৯৩ এবাকা সাপ্তাহিক :সুভদ্রা সিংহ
১৯৯৫ প্রয়াস:মণিকা চক্রবর্তী
১৯৯৫ প্রয়াস:পাপড়ি হালদার
১৯৯৭ রাণীর ঝংকার:মমতা আচার্য
২০০০ কুসুম:পদ্মশ্রী মজুমদার(যৌথ)
২০০২ স্পর্শ:শিউলি শর্মা
২০০৭ কবিতাঘর:পদ্মশ্রী মজুমদার(যৌথ)
২০০৯ দ্বাদশ অক্ষর:প্রীতি আচার্য (যৌথ)
২০১০ কৃষ্টি :কবিতা ভট্টাচার্য
২০১২ আকাশের ছাদ:সুমিতা ধর বসু ঠাকুর
২০১৩ অভিনয় ত্রিপুরা:মুনমুন ঘটক(যৌথ)
২০১৩ তুলিকা:উমা মজুমদার
২০১৩ কাব্যমুখ:সম্পা বণিক
২০১৩ বুলি:সুপ্রিয়া দাস
২০১৪ আরোহণ :সাধনা গুহ
২০১৪ কবিতারখেয়া:সংগিতা দেওয়ানজী
২০১৪ অশ্রুত:মধুমিতা দেবসরকার(যৌথ)
২০১৫:কুসুমিতা :সন্ধ্যা ভৌমিক
২০১৫ খেয়া:তন্দ্রা মজুমদার
২০১৬ অর্ধেক আকাশ:অর্পণা নাথ
২০১৬ ভগ্নাংশ :পম্পা দাস
২০১৮ মণিহার:নীলিমা দাশগুপ্তা
২০১৮ অন্যভূমি:অনিতা ভট্টাচার্য 
২০১৮ পারমিতা:অমিশা দাস
২০১৮ দোলনা :গৈরিকা ধর

চাকমা ভাষা

 সদরক:যোগমায়া চাকমা
দেড়গাঙ:চাকমা ছাত্রছাত্রীরা

মগ ভাষা

মো:সক্ক্রী:ক্রাইরী মগ চৌধুরী

আমাদের ত্রিপুরার নারীও সম্পাদনায় পিছিয়ে নেই।সাহিত্য সৃজন আর সম্পাদনায় এগিয়ে যাবে ত্রিপুরার সাহিত্য আমারো চাওয়া।

১৬:১১:২০১৮
বেলা:১০টা
রাজেন্দ্রনগর।

0 Comments