দ্রোহব্রীজ :১-১২ || গোবিন্দ ধর
দ্রোহব্রীজ :১-১২ || গোবিন্দ ধর
(১) দহন
দহন লেগেছে সই একা কী করে সই?
(২) মঙ্গলকাটাকাটি
কাটাকাটি খেলি কেটে কেটে কমিয়ে দিই দান।
(৩) খোঁজ
খুঁজছিলাম বন্ধু হয়ে যায় বন্দুক।
(৪) একা
সবই আছে তারামণ্ডল তবু একাকিনী চাঁদ।
(৫)জীবন
বেঁচে আছি তবুও কি আর এসব বাঁচা বাঁচার মতো বাঁচা।
(৬) মাহুর পাহাড়
বান্দরখালের পাশ ঘেসে মাহুর নদীর কলকল নির্ঘোষ।
(৭)বান্দরখাল
একটি ছোট স্টেশন বান্দরখাল।
(৮)শহর
শব্দব্রহ্ম অথচ শহরমুখো জনকলতান।
(৯) বৃষ্টিদিন
ঝরে পড়ে বৃষ্টিদিন বেলা গেলো পড়ে।
(১০)সংগীত
বেদনাগুলো সংগীত গায় তাতেই।
(১১)বৃষ্টি
বৃষ্টিতে ভিজলে চোখের জল দেখা যায় না।
(১২)মা
নয়নতারার মতো দুঃখগুলো সিলি করেতেন মা।
১০/০৬/২০২৫
রাত:০৯টা৩০মি
কুমারঘাট।
0 Comments