শিল্পস্রষ্ঠা গোবিন্দ ধর মানুষের ভেতর আরেকটি মানুষ`| সম্পাদকীয়
শিল্পস্রষ্ঠা গোবিন্দ ধর
মানুষের ভেতর আরেকটি মানুষ
সম্পাদকীয়
সমাজ ও পৃথিবীকে দিয়ে যান নিজের সকল সৃষ্টি, এমন মানুষ খোঁজলে খুব কমই পাওয়া যাবে আমাদের সমাজঘরে। আর এই কমের মাঝেও যখন কাউকে খুঁজে পাই—তখন ভালো লাগাটাও দারুণ বেড়ে যায়। এই বইটি পড়ার পর মনে হয় আমরা খুব দ্রুতই গোবিন্দ ধর নামক একজন শিল্পস্রষ্টাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ গোবিন্দ ধর। তিনি একজন কবি, সম্পাদক ও প্রকাশক। এই মানুষটির আরো একটি বড়ো গুণ হচ্ছে—মানুষটা নিজেকে সর্বস্ব বিলিয়ে দিতে জানেন। আর এই জানাটাও কিন্তু একজন সৃষ্টিশীল মানুষ বলে।
কবি গোবিন্দ ধর নিজের জন্য যা করেন, তারচেয়েও বেশি ভাবেন সমাজ এবং সমাজের মানুষদের জন্য। আর মানুষের কাছ থেকে যা আশা করেন, তা শুধু একমুঠো ভালোবাসাটা। হ্যাঁ, কবি গোবিন্দ ধরকে ভালোবাসার কাঙাল কবি বললে একটুও ভুল হবে না। বরং এই বইতে লেখাগুলো আমরা খানিকটা সময় নিয়ে পড়লে একজন গোবিন্দ ধরকে আরো বেশি জনতে পারবো। আরো বেশি উপলব্দি করতে পারবো।
‘শিল্পস্রষ্টা গোবিন্দ ধর : মানুষের ভেতর আরেকটি মানুষ’ শিরোনামের এই সম্পাদনা বইটি আমাদের কাছে অনেকবেশি গুরুত্ববহন করে। যেমন পৃথিবীর ঘরে সৃষ্টির পথে টিকে যাওয়া মানুষগুলোই মূলত এসব বইতে বারবার উঠে আসেন শ্রদ্ধায়-ভালোবাসায়। কবি গোবিন্দ ধর এই বইটির প্রতিটি পাতায় পাতায় প্রত্যেক লেখকদের ভালোবাসায় উঠে এসেছেন বলে আমরা আনন্দিত। প্রতিষ্ঠিত ও তরুণ লেখক’সহ এবইয়ের যে-সকল লেখক গোবিন্দ ধর’কে নিয়ে লিখেছেন এবং নিজের ব্যস্ততার মাঝেও লেখা দিয়ে, পরামর্শ দিয়ে বইটি প্রকাশে গণ্যমান্য ব্যক্তিবর্গ যাঁরা সার্বিক সহযোগিতা করেছেন, সকলের প্রতি পরম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
কবিতা বলি কিংবা প্রকাশনা, দুটোতেই ‘গোবিন্দ’ নামটি সমান জনপ্রিয়। অন্যদিকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেও নিজেকে তৈরি করতে বেশ সক্ষম হয়েছেন। তাই দক্ষ হাতে ‘স্রোত’ সম্পাদনা করে পেয়েছেন খ্যাতি। আমরাও কামনা করছি, প্রিয় গোবিন্দ ধরের সকল সৃষ্টি জিইয়ে থাকুক শিল্পের সত্যঘরে। আর মানুষের ভেতর আরেকটি মানুষ হয়ে গোবিন্দ ধর আমৃত্যু বসবাস করুক আমাদের মাঝে।
‘শিল্পস্রষ্টা গোবিন্দ ধর : মানুষের ভেতর আরেকটি মানুষ’ বইটি সকল পাঠকের হাতে হাতে পৌঁছবে এমনটাই আশা করছি। বইটি পাঠকপ্রিয়তা লাভ করুক এটাও কামনা করি।
আলমগীর মাসুদ
(বইটি যে তারিখে প্রকাশ হবে, ঠিক তা আগেরদিনের তারিখ, মাস ও সাল এখানে লিখবেন। যেমন এভাবে ১ অক্টোবর ২০১৯)
0 Comments