আমার রবীন্দ্রনাথ || গোবিন্দ ধর
আমার রবীন্দ্রনাথ
গোবিন্দ ধর
আমার কন্ঠে তিনি নেই। তিনি আমার হৃদয়ে।মননে।
ছোটবেলার ধানক্ষেতে চাষার হালচাষে,ধানকাটায়।
ধানবপনে।মাঠেমাঠে সোনালী ধানে।তিনি আমার মায়ের ভাষা বাংলায় প্রথম উচ্চারণ। তিনি আমার কবিতায় গল্পে ছন্দে কথায় তিনি আর তিনি।তিনি আমার রবীন্দ্রনাথ। তিনি আমার যাপনের প্রতিটি পাতায়।হাঁটতে বসতে খেতে শুঁতে তিনি নেই এমন কিছু নাই।তিনি মানুষের মনের রাজা।আমার রবীন্দ্রনাথ সাধারণ মানুষের একজন।তিনি চাষাড়ে। তিনি আষাঢ়ে। তিনি ফুলের আগুন লাগলে যেমন প্রেমিক প্রেমিকার মনে কৃষ্ণচূড়োর দোলা তিনি আমার কাছেও তাই।
তিনি আমার তিনি।তিনি আমার আপনজন।তিনি আমার কাজের হুইসেল।বাঁশি।তাঁর গান আমার ঘুম ভাঙ্গায়।আবার ঘুম নিয়ে আসে ক্লান্ত শরীরে।তাঁর গান আমার গান।তাঁর গান গেয়ে আমার সকাল শুরু রাত প্রভাত হয়।সকল অন্ধকার দূর করতে তাঁর কাছেই নতজানু হই বারবার।তিনি যে আমার প্রেমের চিঠি।আমার গোপন প্রেমিকার কাছে তাঁর বাণী নিয়ে যাই।
তিনি সকল অসহিষ্ণুতার বিরোদ্ধচার থেকে সহিষ্ণুতা এনে দিতে জনগণমন অধি নায়ক।তাঁর গান গেয়ে উঠে ভারত বাংলাদেশ থেকে আরো কোন এক দেশের জনগন।
এই তিনি আমার তিনি আমার রবীন্দ্রনাথ। আজ তাঁকে নিয়েই রাজনীতি!
আমাদের শিক্ষা স্বাস্থ্যকে আরো দূর্বল করে দেওয়া যায়।তাঁকে যত দূরে রাখা যায় তত আমরা একলা।
তাই তারা আমার তোমাকে আমাদের থেকে দূরে নিতে এত চক্রান্ত।
আজ এখানে তো কাল অন্যত্র তোমাকে একলা করে দিয়ে আসলে তারা নিজেরাই মানুষ থেকে একলা হচ্ছেন।
আমার তুমি চিরকাল সকলের কাছে গেলেই আমরা আমার আমার বলবো না। বলবো আমরা আমাদের।আমরা সকলের।তখন আমার তুমি সকলের তুমি হবে।আর তখনি তুমি রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথ।
০৯/০৫/২০১৭
সকাল:০৯:০৫মি।
আগরতলা এয়ারপোর্ট
0 Comments