হ্যাঁ গোবিন্দ ধর। তিনি একজন কবি ও প্রকাশক || আলমগীর মাসুদ
হ্যাঁ গোবিন্দ ধর। তিনি একজন কবি ও প্রকাশক || আলমগীর মাসুদ
সমাজ ও পৃথিবীকে দিয়ে যান নিজের সৃষ্টি—এমন মানুষ খোঁজলে খুব কমই পাওয়া যাবে সমাজঘরে। আর এমন কমের মাঝেই আমরা যে ক'জনকে পাই তন্মধ্যে গোবিন্দ ধর একজন বলা যায়। হ্যাঁ গোবিন্দ ধর। তিনি একজন কবি ও প্রকাশক। আর যে গুণটি তাঁর মাঝে বিদ্যমান, তিনি নিজেকে সর্বস্ব বিলিয়ে দিতে জানেন। ঠিক একারণেই তাঁকে বলা যায় সৃষ্টিশীল মানুষ গোবিন্দ ধর।
কবি গোবিন্দ ধর নিজের জন্য যা করেন, তারচেয়েও বেশি ভাবেন সমাজ এবং মানুষের জন্য। আর মানুষের কাছ থেকে যা আশা করেন, তা শুধু ভালোবাসাটা। হ্যাঁ, কবি গোবিন্দ ধরকে ভালোবাসার কাঙাল কবি বললে একটুও ভুল হবে না। কারণ পৃথিবীর ঘরে সৃষ্টির পথে টিকে যাওয়া মানুষগুলো তো কেবল ভালোবাসাই খোঁজে। সেদিক থেকে বলবো, প্রিয় গোবিন্দ ধর সঠিক পথেই আছেন।
কবিতা বলি কিংবা প্রকাশনা, দুটোতেই তিনি সমান জনপ্রিয়। তবে গুরুত্বপূর্ণ দিক থেকে তিনি তাঁর দক্ষ হাতে 'স্রোত' সম্পাদনা করে পেয়েছেন খ্যাতি। আমরাও কামনা করছি, প্রিয় গোবিন্দ ধরের সকল সৃষ্টি জিইয়ে থাকুক শিল্পের সত্যঘরে।
আগরতলায় 'ভাটিয়াল' ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে ও তাঁর সম্পাদিত 'স্রোত' বিশেষ সংখ্যাটি তুলে দেয়ার সময় ছবিগুলো তুলেছেন, রাজীব মোদক ও সাইফুল ইসলাম▪২৬ জুন ২০১৯
0 Comments