আনন্দ গৌরবের তেত্রিশ বছর :লিটল ম্যাগাজিন ভাস্করসিলেটে সম্মানিত হলেন কবি গোবিন্দ ধর
আনন্দ গৌরবের তেত্রিশ বছর :লিটল ম্যাগাজিন ভাস্কর
সিলেটে সম্মানিত হলেন কবি গোবিন্দ ধর
"চলো সৃষ্টির উপকূলে, ভেদবৃদ্ধি ভুলে"-
এই শ্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হল #ভাস্কর লিটল ম্যাগাজিনের আনন্দ- গৌরবের তেত্রিশ বছর উদযাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক সাহিত্য উৎসব।
এই যেন দুই বাংলার কবিদের মিলনমেলা। ভৌগোলিক সীমানায় কাঁটাতারের বেড়া দিয়ে দুই-দেশ ভাগ করা সম্ভব হলেও, হৃদয়ের গ্রন্থিতে কাঁটাতারের বেড়া দেয়া যায়-না। সেই সত্যটিই উদভাসিত হল; এই প্রাণের মিলনমেলায়। কলকাতা, ত্রিপুরা থেকে আগত কবি ও লিটলম্যাগ সম্পাদকগণ সেই মর্মমূলে ভালোবাসার জল সিঞ্চন করে গেলেন । বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কবিগণ ছুটে এসেছিলেন এই মহতী উদযোগে। সারাদিন ব্যাপী এই সাহিত্য উৎসব আটটি পর্বে সাজানো। দ্বিতীয় পর্বে " ভাস্কর-এর তেত্রিশ বছর: ছোটোকাগজের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা"।আলোচনায় অংশ নিয়ে আমিও কিছুটা বলার চেষ্টা করি। কবি গবেষক ডক্টর মোস্তাক আহমাদ দীনের সভাপতিত্বে এই আলোচনার মুখ্য আলোচক ছিলেন কবি ও সম্পাদক অনিকেত শামীম। পঞ্চম পর্বে স্বরচিত কবিতাপাঠ করেন প্রায় অর্ধশত কবি। কবিতা পাঠ করেন কবি আসাদ মান্নান,কবি গবেষক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ,কবি কামরুল হাসান, কবি সম্পাদক কাজল চক্রবর্তী, কবি সম্পাদক অলোক বিশ্বাস, কবি সম্পাদক পার্থ আচার্য ,কবি সম্পাদক গোবিন্দ ধর, কবি নিবেদিতা আচার্য, কবি নাজমুল হেলাল,কবি পুলিন রায় প্রমুখ । এই পর্বে আমিও একটি কবিতা পড়ি। সম্মাননা প্রদান পর্বে মাননীয় সাংসদ মুহিবুর রহমান মানিক উপস্থিত ছিলেন । সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আগত সকলকে মুগ্ধ করে। একটি সফল সাহিত্য উৎসব আয়োজনের জন্য ভাস্কর সম্পাদক পুলিন রায়কে নিশ্চয়ই অভিবাদন জানানো বেশি কিছু নয়! স্যালুট বন্ধুবর কবি পুলিন রায়
0 Comments