ঝাড়খণ্ডের ঘুণপোকা সম্পাদক দিলীপ বৈরাগ্য 

 গোবিন্দ ধর 

ঘুণপোকা দিলীপ বৈরাগ্য সম্পাদিত লিটল ম্যাগাজিন। দীর্ঘ ২২ বছর থেকে পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে ঝাড়খণ্ডের বোকারো স্টিল সিটি থেকে।
সম্প্রতি ঝাড়খণ্ডের জামতাড়ায় ২৮-৩০ জুলাই ২৩ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা:২০২৩ তিনদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ঘুণপোকার লিটল ম্যাগাজিন স্টলে আমন্ত্রণ করে ২২ বছরের ৪১-৪২ তম ডিসেম্বর :২০২২ সংখ্যাটি তুলে দিলেন আমার হাতে।
ঘুণপোকা সম্পাদক দিলীপ বৈরাগ্য তুলে দিলেন সংখ্যাটি তার ছবি বন্দি হয়ে রইলাম।আরেকটি ছবিতে ঝাড়খণ্ডের সুতপা সম্পাদক রাজকুমার সরকার ও শৈলী সম্পাদক অমলেন্দু চক্রবর্তী মহোদয়ও ছবিসঙ্গ দিয়ে ফ্রেম বন্দী হয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন।

0 Comments