একটি নতুন বই প্রকাশের ধাপগুলো || গোবিন্দ ধর
একটি নতুন বই প্রকাশের ধাপগুলো
গোবিন্দ ধর
নতুন বই প্রকাশ করার ধাপগুলো।এক একটি ধাপে অনেক কাঠ খড় পোড়ানোর পর একটি নতুন বই আঁতুড়ঘর থেকে পাঠকের আলোয় আসে।
বইটি প্রকাশ না হলে আগে থেকে অনুমান করে অনেক কিছুই নির্ধারণ করতে হয়।এতে চাহিদা মতো হয়তো সব ধাপ ঠিক ঠিক উৎরে না।
(১)লেখা কালেকশন:
(ক)আমন্ত্রিত লেখকের পাণ্ডুলিপি কালেকশন
(খ)লেখক প্রকাশক যৌথ সহযোগিতার ভিত্তিতে পাণ্ডুলিপি কালেকশনের জন্য আমন্ত্রণ
(গ)লেখকের সহযোগিতায় বই প্রকাশের জন্য পাণ্ডুলিপি কালেকশন
(২)ডি টি পি বা কম্পোজ:
(ক)লেখক ডিটিপি করে দিলে তা থেকে বই সেটিং
(খ)সেটিং করা বই ছাপানো
(গ)নতুন ডিটিপি করে বই করা
(৩)প্রুফ সংশোধন :
(ক)লেখক প্রুফ কারেকশন করে দিলে বই
(খ)প্রুফ রিডার প্রুফ সংশোধন টাকার বিনিময়ে করে দিলে বই ছাপানো
(গ)প্রকাশক প্রুফ কারেকশন করে বই ছাপানো
(ঘ)ডিটিপি হোল্ডার প্রুফ কারেকশন করে দিলে বই ছাপানো
(৪)ছাপাতে গেলে:
(ক)কাগজ কেনা
(খ)প্লেট নর্মাল ট্রেসিং
(গ)মাস্টার
(ঘ)পি এস প্লেট
(ঙ)কালার প্রিন্ট
(চ)কাগজ
(জ)প্রচ্ছদ ছাপা
(ঝ)লে আউট
(৫)প্রচ্ছদ :
(ক)প্রচ্ছদ শিল্পী অনুসারে প্রচ্ছদ এর মূল্য নিরুপন হয়
(খ)টাকা ছাড়া
(খ)টাকা ছাড়া শর্ত সাপেক্ষ
(গ)প্রচ্ছদ শিল্পীকে বিনিময়ে সহযোগিতা করা
(ঘ)কভার সেটিং, ডিজাইন কিংবা গ্রাফিক্স
(৬)বাঁধাই:
(ক)হার্ড বোর্ড বাঁধাই
(খ)পেপার ব্যাক বাঁধাই
(গ)রয়াল সাইজ ডাবল জেকেট বাঁধাই
(৭)লেটারিং
(ক)ইউ বি ফন্ট উঁচু করে
(খ)সারা প্রচ্ছদ ইউ বি
(৮) কেরিং বা ট্রান্সপোর্ট
(ক) রেল ট্রান্সপোর্ট
(খ) স্বাভাবিক (ট্রাক সার্ভিস)ট্রান্সপোর্ট
(গ)ডিটিসি সার্ভিস
(ঘ)কার্গো সার্ভিস
(ঙ)পোষ্টা অফিশ
(৯)লেখকের কাছে পৌঁছানো:
(ক)বাই হ্যান্ড
(খ)কোন মাধ্যম
(গ)ক্যুরিয়ার
এই সকল কাজেই একজন দক্ষ সম্পাদক অর্থাৎ এডিটর থাকেন।উনিও বড় বড় হাউসের বেতন ভুক্ত।আমাদের মতো ছাপোষা প্রকাশনার প্রকাশকদের বেলা লেখকের নানা প্রশ্ন আর অবিশ্বাস তাড়া করে বেড়ানোর পর একটি বই বাজারজাত হয়।তখন হয়তো লেখক ও প্রকাশকের চাহিদা মতো অনেক কিছুই হয় না।এতে প্রডাকশন তার যথাযথ সৌন্দর্যরূপে আত্মপ্রকাশ না হলে সমস্ত দায় কিন্তু প্রকাশকেরই হয়।
সুতরাং লেখক আপনি বইটি প্রকাশের দায়িত্ব যে প্রকাশনায় দেবেন তাঁকে একটু স্বাধীনতাও দিতে হয়।
লেখালেখি আর প্রকাশনা এক নয়।যিনি লেখক তিনি ভালো প্রকাশক হতে পারেন আবার নাও হতে পারেন।আবার প্রকাশকও ভালো লেখক নাও হতে পারেন।সুতরাং উভয়কেই উভয়ে গুরুত্ব দিলে নিশ্চয়ই একটি বই বাজারজাত হতে পারে সুস্থতা নিয়ে।
২৪:০৮:২০১৮
রাত:০৬:৪৫মি
কুমারঘাট।
0 Comments