হরিশংকর জলদাস

গোবিন্দ ধর

বাংলা কথাসাহিত্যের ভূবনে যাঁকে আর পরিচয় করানোর দরকার নেই।
তাঁর সাথে আজ কথা হলো।তিনি তখন চট্টগ্রাম বাতিঘর আলোকিত করে বসে আছেন।
বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাস একজন বই সাম্রাজ্যের অধিনায়ক।তাঁর সাথেও গত বছর একটু সময় বাতিঘর চট্টগ্রামে কাটিয়ে আসি।
আজ আমার পুলক লাগছে তাঁর সাথে কথা বলে।
কথা বলিয়ে দিলেন আরো এক বিশিষ্ট কবি দেবব্রত সেন।
সকলের সাথে কথা হলো।
আমার মেজাজটাও চাঙ্গা হয়ে আছে।
এমন স্বনামখ্যাত মানুষের সাথে কথা বললে কার না ভালো লাগবে।উপমহাদেশে যার পরিচিতি। তিনি জল জীবনের গল্প তুলে এনেছেন তাঁর যাদুলেখনির মাধ্যমে।
ডিজিটাল বিশ্বের জালে ধরা পড়লাম দুজনেই।কিন্তু তিনি ডিজিটাল বিশ্বের কলকাঠি নাড়তে তেমন পাকা নন।

২১:০৮:২০১৮
বেলা:১২টা
রাজেন্দ্রনগর।

0 Comments