বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন ||চৈতন্য ফকির
বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন
চৈতন্য ফকির
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ২রা সেপ্টেম্বর ২০১৯ আমরা বদরপুরের উদ্দেশ্যে সকাল ৯টা ১৮ মিনিটে উঠবো।এই স্টেশনের সাথে বাঙালীর চির যোগাযোগ। রবীন্দ্রনাথ ও বোলপুর আমাদের নিকট পবিত্র তীর্থক্ষেত্র।বীরভূম জেলারএকটি গুরুত্বপূর্ণ স্টেশন, বোলপুর এবং শান্তিনিকেতন এই স্টেশনের দ্বারা কলকাতা এবং অন্যান্য বড় শহরের সাথে যুক্ত। স্টেশনটিতে ৩টি প্ল্যাটফ্রম আছে। পশ্চিমবঙ্গের তথা বাঙালি জাতির একটি অতীব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে শান্তিনিকেতন একটি বিখ্যাত স্থান। বোলপুর স্টেশনটি সেই স্থানের দ্বারকর্তার ভুমিকা পালন করে।বোলপুর কদিন মনের আনন্দে ছিলাম।আজ সকালটা কেউ ছাড়তে চাইনি।
আমরা কুমারঘাট আসছি।আমাদের মননে রবীন্দ্রনাথ। সুতরাং ছেড়ে দিলেও ছাড়তে কি আর চায় মন।
২:৯:২০১৯
0 Comments