ত্রিপুরার নদ -নদী || গোবিন্দ ধর
ত্রিপুরার নদ -নদী
গোবিন্দ ধর
খোয়াই মনু হাওড়া দেও জুরী থালগাঙ ধলাই লঙ্গাই সুরমা গোমতী মুহুরী ।
থালগাঙ একটি ছোট নদী।কুর্তি হাওয়র থেকে উৎপত্তি হয়ে জুরী নদীতে মিশে বাংলাদেশে গেছে।পাঁচ কিমি দৈর্ঘ্য নদীটির।নীলকন্ঠ লিটল ম্যাগাজিন গত ২০১৯ সালে নদীর নিকট কদমতলায় থালগাঙ সাহিত্য উৎসব আয়োজন করেছিলো।সে সময় নিবারণ নাথ একটি প্রবন্ধ লিখেছিলেন নীলকন্ঠে তাতে এই তথ্য লিপিবদ্ধ করেন।প্রাবন্ধিক মন্টু দাস থালগাঙ নিয়ে দীর্ঘ প্রবন্ধ রচনা করেন।এক সময় মহেশপুর আসাম অঞ্চলের বিভিন্ন চা বাগানে কয়লা আসতে সিলেট থেকে এই নদী হয়ে।যেতো চা।নদীর একদিক আসাম সীমান্ত। অন্যদিক ত্রিপুরা।ত্রিপুরার কুর্তি হাওয়র উৎসব আয়োজন করে কবি অনিল সরকার সাড়া ফেলেছিলেন।
0 Comments