স্রোত প্রকাশনা

স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনার তিরিশ বছর :ফিরে দেখা 

গোবিন্দ ধর 

উত্তর পূর্বের সাহিত্যের অন্যপাঠ

স্রোতকথা

"যে ভাষায় কথা বলে নদী
পাখি গান গায়
কালস্রোত লেখা হয় পাতায় পাতায়।"

*ত্রিপুরার প্রত্যন্ত গ্রাম রাজধর মানিক্যের স্মৃতি বিজড়িত রাতাছড়া থেকে ত্রিপুরার লিটল ম্যাগাজিন আন্দোলন ও প্রকাশনার জগতে এক উল্লেখযোগ্য নাম "স্রোত "।ইতিমধ্যে তিমিরবরণ চাকমা অনুদিত চাকমা ভাষায়"গীতঞ্জলী"প্রকাশের জন্য ত্রিপুরা সরকারের শ্রেষ্ট প্রকাশনা পুরস্কার সহ শ্যামল ভট্টাচার্যের উপন্যাস "লোদ্রভার কাছাকাছি" পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয় স্রোত।আমরা বই ছাপি, শুধু তা নয়,বই ছেপে প্রকাশ করি উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য সৌন্দর্য।

স্রোত সাহিত্য সংস্কৃতি পরিবার 

স্রোত আয়োজিত অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য তিনদিন ব্যাপী লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও মেলা :১৯৯৫।এ অনুষ্ঠান প্রতিবছর অনুষ্ঠিত হতো।২০০৩ সাল পর্যন্ত। অনুষ্ঠানট নয় বছর অনুষ্ঠিত হয়।তারপর ২০০৪ সালে অনুষ্ঠিত হয় লিটল ম্যাগাজিন ও বই উৎসব।২০০৯ সাল পর্যন্ত চলছিল নানা জায়গায় অনুষ্ঠানটি।প্রায় ৬ বছর।২০১০ সালে স্রোত সাহিত্য সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয় কুমারঘাট।পরপর দুবছর অনুষ্ঠিত হয়েছিল। ২০১২ সালে পরপর চারবার কুমারঘাট উৎসব উদযাপিত হয় কুমারঘাটে।২০১৫ সাল অব্দি কুমারঘাট উৎসব উদযাপিত হয়। প্রথম বছর কবি সুবোধ সরকার উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন বাচিকশিল্পী রোখিয়া রায়। উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক শ্যামল ভট্টাচার্য, কথাসাহিত্যিক শঙ্খশুভ্র দেববর্মন,ককবরক সাহিত্যের প্রবাদ পুরুষ শ্যামলাল দেববর্মা। পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন মুখাবিনয় ও চিত্রশিল্পী স্বপন নন্দী, কত্থকশিল্পী সর্বাণী নন্দী, সঞ্চালক শুভ্রজিৎ ভট্টাচার্য। কুমারঘাট উৎসবে সারা ত্রিপুরার সকল কবিসাহিত্যিক ওতোপ্রোতভাবে জড়িয়ে গেছিলেন।তৎকালীন সময়ে পুরস্কার, সম্মাননায় ভূষিত করা হয় অনেককেই। প্রতিবছরই তখন কুমারঘাট উৎসবকে কেন্দ্র করে স্রোত সাহিত্য পত্রিকা প্রকাশ হতো।সে ধারা অব্যাহত আছে। 
ত্রিপুরার পাঁচজন কবি সাহিত্যিক সংখ্যা, কুমারঘাট উৎসব সংখ্যা, হিমাদ্রি দেব সম্মাননা সংখ্যা প্রকাশ প্রায় তখন।
তারপর পরবর্তী সময় দহনকালের কথকতা সংখ্যা প্রকাশ পায়।২০১৪ সালে আগরতলায় প্রথম বার অনুষ্ঠিত হয় প্রকাশনা উৎসব। তখনো রাজ্যে প্রকাশকদের বই প্রকাশ অনুষ্ঠানকে কোনো প্রকাশক বই প্রকাশ উৎসব নাম দেওয়ার সাহস করেননি।স্রোত প্রকাশনাই প্রথম গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানকে বই প্রকাশনা উৎসব বলে চালু করেন।২০১৫ সালে স্রোত আয়োজন করে আবৃত্তি উৎসব ও বই প্রকাশ উৎসব। তখন সুমন বেলায়েত হোসেন বাংলাদেশ থেকে উপস্থিত হোন।তারপরবর্তী সময়েই বাংলাদেশের অতিথিরা স্রোতের বেগে বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত হতে শুরু করেন।২০১৬ সালে আমরা আয়োজন করি আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন মেলা।এতে উপস্থিত হয়েছিলেন তন্ময় বীর থেকে শুরু করে দুই দেশের উল্লেখযোগ্য কবি সাহিত্যিক ও লিটল ম্যাগাজিন সম্পাদকেরা।কমলেশ দাশগুপ্ত, সন্দীপ দত্ত থেকে অনেকেই তখন উপস্থিত হোন।২০১৭ সালে উত্তর পূর্বাঞ্চলীয় কথাসাহিত্য উৎসব আয়োজিত হয়।২০১৮ থেকে ক্রমান্বয়ে আগরতলায় স্রোত প্রকাশনার বই উৎসব আয়োজিত হয়।২০২২ সাল অব্দি প্রতিবছরই চলছিল স্রোত বই প্রকাশ উৎসব। কলকাতা, আসাম,দিল্লি আগরতলায় বই উৎসব প্রাতিষ্ঠানিক রূপ দেয় স্রোত। ২০১৮ থেকে পরপর চার বছর কুমারঘাটে স্রোত পরিবারের দোলনার আয়োজনে অনুষ্ঠিত হয় ত্রিপুরা ছড়া উৎসব। ২০২২ সাল থেকে স্রোত সাহিত্য উৎসব শুরু হয়।পরপর নানা জায়গায় স্রোত সাহিত্য উৎসব আয়োজিত হয়। ২০২৩ সালে অনুষ্ঠিত হয় ত্রিপুরা বাংলাদেশ বইমেলা। উপস্থিত থাকেন বাংলাদেশের ১০-১৫ জন লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশক।ত্রিপুরা থেকে থাকেন প্রায় পঞ্চাশ জনেরও অধিক সম্পাদক। উপস্থিত ছিলেন আসাম থেকেও সম্পাদকেরা।
প্রতিটি অনুষ্ঠানে সম্মানিত করা হয় গুণীজনদের।পাশাপাশি স্রোত সাহিত্য পত্রিকার উল্লেখযোগ্য সংখ্যাগুলোও তখন প্রকাশিত হয়। প্রতিটি অনুষ্ঠানে প্রকাশিত হয় গুচ্ছ গুচ্ছ স্রোত প্রকাশনার উল্লেখযোগ্য সব বইগুলো।
ত্রিপুরায় প্রকাশনাকে আন্দোলনের রূপ দিতে স্রোত প্রকাশনা রূপকার হিসেবে কাজ করেছে।পাশাপাশি লিটল ম্যাগাজিন আন্দোলনেও  উত্তর পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে স্রোত। 
তরুণদের বই প্রকাশে স্রোত প্রকাশনা ত্রিপুরায় অগ্রণী ভূমিকা পালন করে।আজকের সময় যতটুকু সহজ হয়েছে ততোটুকু সহজ ছিলো না তরুণ কবিদের বই প্রকাশ। আমাদের ত্রিপুরায় অনেক প্রকাশনা জোকের মতো শোষণ করেছেন তরুণ প্রজন্মের কবিদের পেকেটের অর্থকড়ি।এমন কি প্রবীণদের পকেট কেটেও বই প্রকাশের যে ট্রেডিশন তৈরী করেছিলেন ত্রিপুরার প্রকাশকেরা তাতে ধাক্কা দিয়ে লেখকের বই বিনামূল্যে প্রকাশের দায়িত্ব পালন করতে শুরু করে স্রোত। 
এতগুলো কাজের সাথে যুক্ত হওয়া এবং তরুণ প্রজন্মের কবি সাহিত্যিকদের বই প্রকাশ করতে সহযোগিতা করতে শুরু করায় আমাদের ত্রিপুরায় প্রকাশনা হাউসগুলোর রোষানলে পড়তে হয় স্রোত প্রকাশনাকে।
এই রোষানল রক্তচক্ষু এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকে ডিঙ্গানোর যে শৈল্পিক দক্ষতা দরকার তা না করে স্রোতকে কালিমালিপ্ত করতে উঠে পড়ে লেগেছেন অনেকেই। 
দমিয়ে যাওয়ার জন্য স্রোত প্রবাহিত হয়নি।ভ্রুক্ষেপহীন স্রোত প্রবাহিত হয়ে চলছে। 
ত্রিপুরায় প্রকাশনা ও লিটল ম্যাগাজিন আন্দোলনে লিটল ম্যাগাজিন সম্পাদকের বন্ধু হয়ে পাশে থেকে কাজ করতেই বিশ্বাস করে। নতুন প্রকাশকদের প্রকাশনাশিল্পে হাতেখড়ি দিয়ে তাদের সহযোগী বন্ধু হিসেবে কাজ করেই স্রোত আনন্দিত। নবীন তরুণদের বই প্রকাশেও অগ্রনী ভূমিকা পালন করেছে স্রোত। 
স্রোত প্রকাশনা উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথম অর্জন করেছে পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি সম্মান ২০১০ সালে।২০১৪ সালে ত্রিপুরা সরকারের শ্রেষ্ঠ প্রকাশনা সম্মানে সম্মানিত হয়।২০১৯ সালেও স্রোত ত্রিপুরা সরকারের শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার লাভ করে। স্রোত প্রকাশনার বই ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকায় যুক্ত হয়েছে।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকায় পাঠ্য হয়েছে স্রোত প্রকাশনার বই।আসামের পনেরটি মহাবিদ্যালয়ে শেখর দাশের বিন্দু বিন্দু জল পাঠ্য।স্রোত প্রকাশনা পরপর তিন থেকে চার বার আগরতলা বইমেলায় শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জায় পুরস্কৃত হয়।
এই অর্জন ও এগিয়ে যেতে সহযোগী আমাদের পাঠক।আমাদের কবি সাহিত্যিক।সহযোগী বন্ধুদের সহযোগিতা আমাদের একমাত্র প্রেরণা।  পাশাপাশি আমাদের সুনামকে যারা কালিমালিপ্ত করতে নিরন্তর অভারটাইম খেটেকুটে চলেছেন তাদের নিরন্তর অপচেষ্টা আমাদের প্রেরণা। 
একটি সাহিত্য পত্রিকা ও প্রকাশনার ইতিহাসে এত কঠিন চেলেঞ্জ নিতে হয়নি।অথচ স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনা ত্রিপুরার লিটল ম্যাগাজিন ও প্রকাশনাকেই সমৃদ্ধ করতে নিরন্তর কাজ করে চলেছে। স্রোত সাহিত্য পত্রিকা প্রায় পঞ্চাশটি লিটল ম্যাগাজিনের সম্পাদককে উদ্বুদ্ধ করেছেন লিটল ম্যাগাজিন প্রকাশ করতে। বিশটিরও উপর লিটল ম্যাগাজিনকে প্রকাশনায় হাতেখড়ি দিয়ে উদ্বুদ্ধ করেছেন। তথাপি এতো কূটনৈতিক তৎপরতা কেন?
কারণ হয়তো এই সকল কাজকর্মে তরুণদের বই প্রকাশ সহজতর হয়ে যাওয়ায় কারো কারো ব্যবসাপাতি পাততাড়ি গোটাতে হচ্ছে। আগের মতো আর তরুণদের পকেট কেটেও অর্থ বের হচ্ছে না। তরুণদের বইও এখন টাকা দিয়ে প্রকাশের তেমন প্রয়োজন নেই। স্রোত প্রকাশনা এক্ষেত্রে সার্বিক সহযোগী হয়ে তরুণদের বই পত্রিকা প্রকাশে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন।
আমাদের বিশ্বাস অচিরেই আমরা সকল তরুণদের বই প্রকাশ করতেও আনুষ্ঠানিক চুক্তিপত্র সম্পাদন করবো। গ্রন্থস্বত্ব প্রদান করবো।অগ্রীম গ্রন্থস্বত্ব প্রদান করে তরুণ প্রজন্মের কবি সাহিত্যিকদের বই প্রকাশ করবে স্রোত। প্রবীণদের বইগুলো প্রকাশেও অগ্রীম গ্রন্থস্বত্ব প্রদান করার মাধ্যমে ত্রিপুরায় গ্রন্থ আন্দোলনকে আরেকধাপ এগিয়ে নিতে স্রোত বদ্ধপরিকর।
স্কুলস্তরেও আমরা হজাগিরি উৎসব উদযাপন করেছি।আনন্দ ভ্রমন অনুষ্ঠান মালায় শান্তিনিকেতন,বাংলাদেশের হাকালুকি হাওর ভ্রমণ সাহিত্য উৎসব, বড়মুড়া ইকোপার্ক আনন্দ ভ্রমণ ও হজাগিরি উৎসব উদযাপন করা হয়েছে। 

করোনা কালে  ত্রিপুরা অনলাইন বইমেলা ২০২০,২০২১ সালে পৃথিবীর ইতিহাসে নতুন সংযোজন করেছে স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনা। 

গত ২০২২ সালে একদিনের ভ্রাম্যমান বইমেলা আয়োজন করতে পেরে স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনা ত্রিপুরার ইতিহাসে সংযোজন করেছে স্রোত। 

লোকসংস্কৃতি নিয়েও আমরা একটি বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করেছি।আগামী ২৯ ডিসেম্বর ২০২৩ লোকসংস্কৃতি উৎসব ২০২৩ উদযাপিত হবে ত্রিপুরার আগরতলা প্রেসক্লাবে। উপস্থিত থাকার কথা রয়েছে সৈয়দা আঁখি হক লোকগবেষক, রাজা হাসান, পাগল হাসান, অশোকানন্দ রায়বর্ধন,মন্টু দাস।সংগীত পরিবেশন করবেন মূর্ছনা সংগীত বিদ্যালয়, নির্মলা কালচারাল একাডেমি, গীতশ্রী ভৌমিক, উৎপলা গোস্বামী মুখার্জিী শুক্লারাণী দাসসহ আর অনেকেই।

আমাদের চল্লিশটির উপর শাখা সংগঠন ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ,আসাম ইত্যাদি জায়গায় নানা অনুষ্ঠান ও স্রোত শাখা সংগঠনের মুখপত্র প্রকাশিত হয়। 

আমাদের এই কঠিন আন্দোলনে পাশে চাই ত্রিপুরার কবি সাহিত্যিকদের।আশা রাখবো সহযোগিতার হাত বাড়াবেন নবীন প্রবীণ সকল কবি সাহিত্যিক। 

একনজরে স্রোত

----------------------------------------------
একঝাঁক সহযোগী শুভানুধ্যায়ী 
লেখক ও পাঠকের সমন্বয়ে
হাঁটি হাঁটি আটাশ বছর:১৯৯৫-২০২২

উত্তর পূর্বের অন্যপাঠ

স্রোত 

যে ভাষায় কথা বলে নদী 
পাখি গান গায়,কালস্রোত 
লেখা হয় পাতায় পাতায়

#আমাদের অনুষ্ঠান ও পত্র-পত্রিকা 

★সাহিত্য পত্রিকা 
★প্রকাশনা
★কুমারঘাট উৎসব
★বইমেলা
★বই উৎসব 
★আবৃত্তি উৎসব
★সম্মাননা প্রদান
★বই বিতরণ উৎসব
★লিটল ম্যাগাজিন আন্দোলন
★লিটল ম্যাগাজিন প্রদর্শনী 
★চিত্র প্রদর্শনী 
★উত্তর পূর্বাঞ্চলীয় কথাসাহিত্য উৎসব
★সাহিত্য-সংস্কৃতি পরিবার 
★লাইব্রেরী আন্দোলন 
★ত্রিপুরা ছড়া উৎসব 
★ত্রিপুরা অনলাইন বইমেলা 
★বই বাজার
★কবি সাহিত্যিকদের নামে মঞ্চ উৎসর্গ ও সম্মাননা প্রদান 
★পাঠক লেখক প্রকাশক ও লিটল ম্যাগাজিন সম্পাদকদের সমন্বয় 
★ত্রিপুরায় পঞ্চাশের অধিক লিটল ম্যাগাজিন আত্মপ্রকাশের নেপথ্যকারিঘর

#আমাদের প্রদত্ত সাহিত্য পুরস্কার ও সম্মাননা 

★রতিরাম ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মানন
★দীপরাম ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★দেবেন্দ্রনাথ ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★সরোজিনী ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★সুষমারাণী ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★অনিল সরকার স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★হিমাদ্রি দেব  স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা
★জয়া গোয়ালা স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★রাজকুমার দত্ত  স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★অমূল্য সরকার স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★নিরঞ্জন চক্রবর্তী স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★তরুণীমোহন সিনহা স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★ভূদেব ভট্টাচার্য  স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★বৈদ্যনাথ মজুমদার স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★মীনাক্ষী সেন বন্দ্যোপাধ্যায় স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★তপন দেবনাথ স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★শক্তিপদ ব্রহ্মচারী স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★নীহাররঞ্জন চক্রবর্তী স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★হরিভূষণ পাল স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★রমাপ্রসাদ দত্ত স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা
★চন্দন সেন স্মৃতি স্রোত সাহিত্য সম্মাননা 
★স্রোত সাহিত্য সম্মাননা 

# মঞ্চ উৎসর্গ

★রতিরাম ধর স্মৃতি মঞ্চ 
★দীপরাম ধর স্মৃতি মঞ্চ 
★দেবেন্দ্রনাথ ধর স্মৃতি মঞ্চ 
★সরোজিনী ধর স্মৃতি মঞ্চ 
★দক্ষিণারঞ্জন ধর মঞ্চ 
★সুষমারাণী ধর স্মৃতি মঞ্চ 
★অনিল সরকার স্মৃতি মঞ্চ 
★হিমাদ্রি দেব  স্মৃতি মঞ্চ 
★জয়া গোয়ালা স্মৃতি মঞ্চ 
★রাজকুমার দত্ত  স্মৃতি মঞ্চ 
★অমূল্য সরকার স্মৃতি মঞ্চ 
★নিরঞ্জন চক্রবর্তী স্মৃতি মঞ্চ 
★তরুণীমোহন সিনহা স্মৃতি মঞ্চ 
★ভূদেব ভট্টাচার্য  স্মৃতি মঞ্চ 
★বৈদ্যনাথ মজুমদার স্মৃতি মঞ্চ 
★মীনাক্ষী সেন বন্দ্যোপাধ্যায় স্মৃতি মঞ্চ 
★তপন দেবনাথ স্মৃতি মঞ্চ 
★শক্তিপদ ব্রহ্মচারী স্মৃতি মঞ্চ 
★নীহাররঞ্জন চক্রবর্তী স্মৃতি মঞ্চ 
★হরিভূষণ পাল স্মৃতি মঞ্চ 
★রমাপ্রসাদ দত্ত স্মৃতি মঞ্চ 
★চন্দন সেন স্মৃতি মঞ্চ মঞ্চ 

#পথ চলায় আমাদের সহযোগী লিটল ম্যাগাজিন 

★কুসুম:পারিবারিক শিশুসাহিত্য 
★কবিতাঘর:কবিতা বিষয়ক কাগজ
★বাংলাভাষা:পথ পত্রিকা 
★স্রোত.f:ফেইসবুক পরমাণু পত্রিকা 
★স্রোত.com:ফেইসবুক পরমাণু পত্রিকা 
★বইবাড়ি:বই পত্র আলোচনার কাগজ
★অন্যপাঠ:অণুগল্পের কাগজ
★দোলনা:শিশুসাহিত্যের কাগজ
★চিত্রযাপন:শিল্প বিষয়ক কাগজ

#অনলাইন কাগজ

★প্রতিদিন বাংলাভাষা.স্রোত
★প্রতিঘন্টায় স্রোত বইচই

#নিজস্ব ব্লগ

★গোবিন্দ ধর

#প্রকাশনা 

★বইবাড়ি
★অন্যপাঠ

#ভারত সরকার স্বীকৃত ফাউন্ডেশন 

★বইবাড়ি ফাউন্ডেশন 

#লাইব্রেরি আন্দোলন 

★উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন পুথি-পত্র পাণ্ডুলিপি সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র

#আমাদের উল্লেখযোগ্য সংখ্যা 

★কবি হিমাদ্রি দেব সম্মাননা সংখ্যা 
★পীযূষ রাউত উজ্জ্বল উদ্ধার সংখ্যা 
★ত্রিপুরার প্রথম কবিতা পত্র জোনাকি সমগ্র সংখ্যা 
★আসামের অস্থির সময়ের ছোটগল্প দহনকালের কথকতা সংখ্যা 
★ত্রিপুরার চল্লিশ অনুর্দ্ধ কবিদের কবিতা সংখ্যা 
★ত্রিপুরার মহিলা কবিদের কবিতা সংখ্যা 
★দক্ষিণরঞ্জন ধর স্মৃতি ছোটগল্প সংখ্যা 
★কথাসাহিত্যিক শ্যামল ভট্টাচার্য সংখ্যা 
★ত্রিপুরার উপন্যাস সংখ্যা 
★নির্বাচিত অসমিয়া ছোটগল্প সংখ্যা 
★তপন বাগচী:বাহান্নে এক ভাষাকোবিদ সংখ্যা 
★ত্রিপুরার প্রথম গল্প পত্রিকা স্বপ্ন দুঃস্বপ্ন সমগ্র সংখ্যা 

# পুরস্কার প্রাপ্ত গ্রন্থ 
★লোদ্রভার কাছাকাছি :শ্যামল ভট্টাচার্য 
★রবীন্দ্রনাথ ঠাকুরের  গীতাঞ্জলি চাকমা ভাষান্তর :তিমিরবরণ চাকমা
★বাউল মলিকিউলস:শুভ্রশংকর দাশ
★মানবীবিদ্যার আলোকে নারী:এক ভিন্ন মাত্রিক পাঠ:সেবিকা ধর

#আমাদের গ্রন্থ পাঠ্যতালিকায়

★শ্রীহট্টীয় লৌকিক সংস্কৃতি ও শব্দকোষ:গোবিন্দ ধর
★বিন্দু বিন্দু জল:শেখর দেবরায় 
★বাদ বাংলার কবিতায় রীতির বিপরীত রীতি:রবীন্দ্র গুহ
★নির্বাচিত কবিতা:পীযূষ রাউত
★লোদ্রভার কাছাকাছি :শ্যামল ভট্টাচার্য 
★মগ জনজাতির সংস্কৃতি ইতিহাস ও শব্দকোষ :ক্রাইরী মগচৌধুরী

#মুদ্রণ

★গ্রাফিপ্রিন্ট

#সদস্য

★প্রকাশনা মঞ্চ 
★ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড

#আজীবন সদস্য 

★ত্রিপুরা রবীন্দ্র পরিষদ

#সাহিত্য-সংস্কৃতি পরিবার

★ভারত ★বাংলাদেশ ★নেপাল লণ্ডনে ৪০-৪৫টি শাখা

#আমাদের প্রাপ্তি 

★পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমির পুরস্কার :২০০৯
★অন্যভাষা উৎকর্ষতার জন্য শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার:২০১৪
★বাংলাভাষার উৎকর্ষতার জন্য শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার :২০১৯

#শ্রেষ্ঠ মণ্ডব

★আগরতলা বইমেলা:২০২১৬
★আগরতলা বইমেলা:২০১৭
★আগরতলা বইমেলা:২০২০

#আমাদের বইমেলায় অংশগ্রহণ 

★আসাম
★দিল্লী
★পশ্চিমবঙ্গ
★মেঘালয়
★বাংলাদেশ

#বইপত্র শো-রুম

★কুমারঘাট
★আগরতলা
★কলকাতা
-------------------------------------------------
স্রোত:হালাইমুড়া, কুমারঘাট:৭৯৯২৬৪,ঊনকোটি, ত্রিপুরা 
মেল:srotpublication@gmail.com

boibari15@gmail.com ও srot_gobinda@rediffmail.com
কথা:+৯১৮৭৮৭৪৩৭৫৫৯
হোয়াটসঅ্যাপ নম্বর +৯১৯৪৩৬১৬৭২৩১

২৫:১১:২০২৩

0 Comments