বিদায়ী সংবর্ধনা
রাজেন্দ্রনগর জে বি স্কুল
সহকারী শিক্ষক শ্রীযুক্ত গোবিন্দ ধর
মহাশয়ের স্থানান্তর উপলক্ষ্যে
অভিনন্দন পত্র
বিদায়ী সংবর্ধনা
হে মহিমাময়,
আজ বদলির এই চরম ভারাক্রান্ত মুহূর্তে বারংবার মনের আঙ্গিনায় ঝংকৃত হচ্ছে কবিগুরুর সে কথাটি-' 'যেতে নাহি দেবো তবু যেতে দিতে হয়'। সরকারী নিয়মে আজ আপনাকে আমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে, নতুন কর্মক্ষেত্রের এক নতুন জীবনে।তাই একান্ত অনিহর অশ্রু ভেজা চোখে আপনাকে জানাতে হচ্ছে বিদায়।
হে সারথি,
আজ আমরা অতি দুঃখের সহিত, আপনাকে বিদায় দিচ্ছি।দীর্ঘদিন আপনার সহচার্য্যে আমরা নিজেদের ধন্য করতে পেরেছি। আপনার কর্মদক্ষতা, কর্ম কুশলতা ও কর্মের প্রতি একনিষ্ঠ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং মানুষের প্রতি ভালোবাসা আমাদের ভবিষ্যৎ জীবনের চলার পাথেয় হয়ে থাকবে।সর্বোপরি, আপনার হৃদয়ভরা ভালোবাসা আমাদের মনের মণিকোঠায় চির ভাস্বর হয়ে থাকবে।
হে বিদায়ী পথিকৃত,
আপনি ছিলের উদার, ভেদবুদ্ধি শূন্য, নিরংকার ও সদা হাস্যময়। আপনার বাকীবকর্ম জীবনও যাতে এমনি হাস্যময় ও মধুময় হয় এর জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা জানাই।আপনি ভালো থাকুন।আপনার আদর্শই হোক আমাদের পাথেয়।
ভার: ১৩/০৩/২০২৫ইং
প্রধান শিক্ষক
গোবিন্দ ধর
শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ
রাজেন্দ্রনগর জে বি স্কুল
কুমাররঘাট, ঊনকোটি,ত্রিপুরা।
0 Comments