অবসরকালীন বিদায় সম্ভর্ধনা পত্র
মানপত্র
গজেন্দ্রকুমার অমূল্যবালা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের সহকারী শিক্ষক
শ্রীমতি শিখা রায়চৌধুরী মহাশয়ার
(শিখা রায়চৌধীর ছবি)
বিদায় সম্বর্ধনা
হে অগ্রজ,
আপনার সুদীর্ঘ -সুন্দর -সুদীপ্ত কর্মজীবন থেকে অবসর গ্রহণের প্রাক্কালে আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আপনার সরস বাক্যালাপ ,সহকর্মীদের প্রতি আপনার অনাবিল স্নেহ- ভালোবাসা, আপনার সততা -সজীবতা -সহৃদয়তা-আপনার পারঙ্গমতা ,আমরা চিরকাল বেদনা-বিধুর হৃদয়ে স্মরণ করব । বিদ্যালয়ের দৈনন্দিন কর্মকাণ্ডে আপনার সানুরাগ অংশগ্রহণ, ছাত্রদের সঙ্গে আপনার সুমধুর সম্পর্ক ,বিশেষ করে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছোটো ছোটো কুঁড়িগুলো যেভাবে আপনার কাছে তাদের প্রাণের আরাম ,মনের আনন্দ, আত্মার শান্তি খুঁজে পেয়েছে তা প্রশংসনীয় । আপনি চিরকাল এই কুঁড়িগুলোকে প্রস্ফুটিত হতে সাহায্য করেছেন,তারা গুটি থেকে প্রজাপতি হতে পেরেছে আপনার সাহচর্য ও সহযোগিতায়।
হে বন্ধু,
আপনি আমাদের জীবনযুদ্ধের প্রতিটি মুহূর্তকে অনুপ্রাণিত করে গেছেন। তাই কর্মজীবনে আপনাকে একজন সহযোদ্ধা হিসেবে পেয়ে আমরা গর্বিত। আপনার উষ্ণ সান্নিধ্যে আমরা উচ্ছ্বসিত। আপনার সঙ্গে কাটানো ভাললাগার মুহূর্তগুলো-রোজনামচার আলাপচারিতাগুলো, আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।
হে,শিক্ষাগুরু ,
কালের অমোঘ নিয়মে আপনি আপনার পেশাগত জীবন থেকে অবসর গ্রহণ করলেও একজন আদর্শ শিক্ষকের অভিধানে অবসর বলে কোনো শব্দ নেই ।দিগন্তের শেষ রবি -রশ্মি নব আলোকের আশ্বাস দেয় ।তাই আজকের এই প্রথাগত অবসর গ্রহণের দিনে আমরাও আপনাকে বৃহত্তর কর্মজীবনে বরণ করে নিচ্ছি ।ভালো থাকুন, ভালোবাসায় থাকুন চিরকাল। অবসর জীবন সুন্দর -সজীব- সরস ও নীরোগ হোক ।কর্মজীবনে আপনার হৃদয়ের কাছাকাছি ছিলাম -অবসর জীবনেও আমরা আপনার পাশে থাকার অঙ্গীকার করছি।
প্রধান শিক্ষক
গোবিন্দ ধর
শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীগণ ও ছাত্রবৃন্দ
গজেন্দ্রকুমার অমূল্যবালা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়
কুমারঘাট
৩০/০৪/২০২৫
0 Comments