Decisions of the S.M Committee meeting held on April 23, 2025
Decisions of the S.M Committee meeting held on April 23, 2025
অদ্যরোজ ২৩ এপ্রিল ২০২৫ বুধবার সকাল ১০ ঘটিকায় গজেন্দ্রকুমার অমূল্যবালা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের এস.এম. কমিটি, শিক্ষক অভিভাবক অভিভাবিকা,কবি সাহিত্যিকদের নিয়ে প্রয়াত শিক্ষক সুরঞ্জন চৌধুরী মহাশয়ের স্মৃতিচারণ, অবসরে যাবেন শিক্ষিকা শিখা রায়চৌধুরী'র বিদায় সম্ভর্ধনা,অন্যত্র বদলি প্রাপ্ত শিক্ষিকা আলেকজন বিবি'র বিদায় অভিনন্দন এবং সাংস্কৃতিক সমাবেশ আয়োজিত হয়।এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এস.এম কমিটির চেয়ারপার্সন মধুমিতা দেব মহোদয়া।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের বদরপুরস্থিত কবি পরিমল কর্মকার,ত্রিপুরার বিশিষ্ট ছড়াকার অমলকান্তি চন্দ, বিশিষ্ট কবি রণজিৎ চক্রবর্তী, কবি ও শিক্ষিকা পূরবী সিনহা, সংগীতশিল্পী অনিতা ভট্টাচার্য,সুমিতা দেব, রীতা পাল, দেবাঞ্জনা সেন, সুমিতা পাল ধর, গৌরব ধর।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ১৬ জন অভিভাবক অভিভাবিকা এবং বিদ্যালয়ের প্রতিবেশী অভিভাবকবৃন্দ।
অনুষ্টানে স্মৃতিচারণ, বিদায় সম্ভাষণ, সংগীত এবং কবিতাপাঠের পাশাপাশি সকল অতিথিদেরকে স্মারক প্রদান এবং বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীদের মধ্যে পৃথিবী দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার স্মারক প্রদান করা হয়।
সমস্ত সভা সঞ্চালনা করেন চিটাগাং বস্তি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক অনিল দে মহোদয়।
সকলের উপস্থিতিতে এস.এম কমিটি কিছু জরুরী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।সিদ্ধান্তগুলো নিম্নে উল্লেখ করা হলো।
(১)বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠাতে অভিভাবক অভিভাবিকারা উৎসাহিত করবেন।পাশাপাশি এস.এম কমিটিও বিষয়টি দেখাশোনা করবেন।
(২)বিদ্যালয়ের একমাত্র শিক্ষক বর্তমানে প্রধান শিক্ষক গোবিন্দ ধর। উনার হঠাৎ অসুস্থতা, জরুরী প্রয়োজনে অনুপস্থিতি এবং ছুটির বিশেষ প্রয়োজনে বিদ্যালয়ের COOK CUM HELPERS রীনা সরকার স্কুল সময় মতো খোলা ও মধ্যহৃকালীন আহার সরবরাহ করবেন।এতে এস.এম কমিটিও পরিচালনায় সহযোগিতা করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
(৩)বিদায়ী শিক্ষিকা মধ্যাহৃকালীন আহার পরিচালনা করতেন। সুতরাং উনার নিকট বিদ্যালয়ের গ্যাসের বই,মধ্যাহৃকালীন আহারের ক্যাস বুকস,ফিডিং রেজিস্টারসহ বকেয়া চালের হিসাবপত্র বর্তমান আছে।তাই এগুলো ৩০ শে এপ্রিল ২০২৫ এর পূর্বেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ ধর মহোদয়ের নিকট দায়িত্ব বুঝিয়ে অর্পন করবেন।
(৪)বিদ্যালয়ের UGT শিক্ষকদের মোবাইল টেব থেকে বিদায়ী শিক্ষিকা শিখা রায়চৌধুরী মহোদয়াকে একটি টেব MDM পরিচালনার সুবিধার্থে প্রদান করা হয়েছিলো তা প্রধান শিক্ষক গোবিন্দ ধর মহোদয়ের নিকট ৩০ এপ্রিল ২০২৫ এর পূর্বেই জমা দেবেন।
(৫)বিদ্যালয়ের সকল লকগুলোর বিকল্প চাবি বিদায়ী শিক্ষিকা শিখা রায়চৌধুরী মহোদয়ার নিকট ছিলো এগুলোও প্রধান শিক্ষক গোবিন্দ ধর মহোদয়ের নিকট ৩০ এপ্রিল ২০২৫ এর পূর্বেই পৌঁছে দেবেন।
(৬)মধ্যাহৃকালীন আহারে দুদিন ডিম ভাত দেওয়ার যথাবিহিত নিয়ম থাকলেও বিদায়ী শিক্ষিকা শিখা রায়চৌধুরী মহোদয়া ডিমের বাজার মূল্যের সাথে ফিডিং মূল্যের কখনোই সাম্যতা না থাকায় সপ্তাহে একদিন ডিম ভাত শিক্ষার্থীদের প্রদান করতেন এস.এম কমিটির সিদ্ধান্ত মোতাবেক। মে ২০২৫ থেকে প্রধান শিক্ষক গোবিন্দ ধর মধ্যাহৃকালীন আহার সরবরাহ করবেন একই সিদ্ধান্ত মোতাবেক বলে অদ্যকার কমিটি পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করেন।
(৭)গত বছর বর্ষায় বিদ্যালয়ের রান্নাঘরের চালের টিনগুলো ঘূর্ণিঝড় জনিত কারণে উড়ে যায়।তারপর থেকে বৃষ্টি হলে সারা রান্নাঘর ব্যবহারের উপযোগী থাকে না।বিষয়টি বিদ্যালয় পরিদর্শক অফিসে যথাসময়ে জানানো হয়েছিল। কিন্তু অদ্যবদী মেরামত না হওয়ায় এ বঋর বর্ষাকালে রান্নাঘর ব্যবহার করা আর সম্ভব নয়। সুতরাং বিদ্যালয় পরিদর্শক যথাযথ ব্যবস্থা নিলে বিদ্যালয়টি বর্ষাকালীন সময়ে মধ্যহৃকালীন আহার পরিচালনায় অসুবিধা হবে না।
(৮)গত বছর বন্যায় স্কুলের তিনটি ফ্লোর বারান্দা প্রায় নষ্ট হয়ে গেছে। দেওয়ালগুলোর রঙ ও গ্রীলের কালার নষ্ট হয়ে গেছে। এই বিষয়টিও জিও ট্রেকিং ছবিসহ দুবার দপ্তরকে জানানো হয়েছে। অতিসম্প্রতি বিদ্যালয়ের মেরামতির সুবন্দোবস্ত করা প্রয়োজন। যথাবিহিত ব্যবস্থা গ্রহনে দপ্তর উদ্যোগ নিলে বিদ্যালয়টি কার্যকরভাবে সচল হবে বলে সিদ্ধান্ত হয়।
(৯)বিদ্যালয়ে একজন সি ডাব্লিউ শিক্ষার্থী আছে।তার জন্য প্রয়োজনীয় টয়লেট ও Ramপ্রয়োজন। দপ্তরকে বিষয়টি অবহিত করার জন্য সিদ্ধান্ত হয়।
(১০)বিদ্যালয়ের বালিকা ও বালকদের টয়লেট অকার্যকর।কিন্তু কার্যকরী করতে যে ফাণ্ড দরকর তা নেই। বিষয়টিও দপ্তরকে অবহিত করার জন্য আজকের সভা সিদ্ধান্ত গ্রহণ করে।
পরিশেষে সভাপতি সকলের সহযোগিতা ও উপস্থিতির জন্য আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি প্রধান শিক্ষক গোবিন্দ ধর মহোদয় এককভাবে স্কুল পরিচালনা করতে যেখানে অসুবিধার সম্মুখীন হবেন সেখানে কমিটি সহযোগিতা করার অঙ্গীকার করে অদ্যকার সভা,সাংস্কৃতিক সমাবেশ ও বিদায়ী সম্ভার্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সভাপতি
(মধুমিতা দেব, চেয়ারোর্সন)
গজেন্দ্রকুমার অমূল্যবালা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়
২৩/০৪/২৯২৫
0 Comments