প্রতি
গোবিন্দ ধর, সম্পাদক
প্রকাশনা মঞ্চ, আগরতলা

আপনারা আমার সশ্রদ্ধ প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন৷
আগামীকাল, ১৪ নবেম্বর ২০২১ তারিখে ত্রিপুরায় প্রথমবারের মতো লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলার আয়োজন করেছে ত্রিপুরা প্রকাশনা মঞ্চ৷ আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে৷ এ যে কত বড় এক আনন্দোৎসব তা দূর থেকেই গত কিছুদিন ধরে টের পেয়েছি এবং নিজেকে এই মহৎ উৎসবের সঙ্গে একাত্ম করেছি৷
আমার মতো এক নগণ্য লেখাকর্মীকে আপনারা এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ নিতান্তই এক অখ্যাত ও অতি সাধারণ লিখিয়ের জীবনে এমন প্রাপ্তিযোগ খুব একটা ঘটে না৷ ফলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য বহু আগে থেকেই আমি নিজেকে প্রস্তুত করে তুলেছিলুম৷ ত্রিপুরার বরেণ্য লেখক ও বুদ্ধিজীবিদের সামনে গিয়ে দাঁড়াবার যে মঞ্চ আপনারা তৈরি করে দিয়েছিলেন তা আমার লেখক জীবনের এক বড় প্রাপ্তি৷ উৎসবে অংশগ্রহণ করব, কবি-কথাশিল্পী, সৃষ্টিশীল ব্যক্তিদের সঙ্গে বার্তা বিনিময় হবে, বন্ধুতার সম্পর্ক আরও দৃঢ় হবে--- এই অভিলাষ নিয়েই দিন কাটছিল৷ কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে কোভিড প্রোটোকলজনিত বিড়ম্বনায় পড়ে এমন এক অনুষ্ঠানে অংশগ্রহণের সৌভাগ্য শেষপর্যন্ত দুর্ভাগ্যে পর্যবসিত হলো৷ মাসাধিককালের প্রস্তুতি সত্ত্বেও শেষ পর্যন্ত এই যাত্রা বাতিল করবার শোক যে কতখানি তা আপনাদের বোঝাতে পারব না৷ ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার পরেও এক প্রোটোকলের গেরোয় পড়ে আমাকে যে এভাবে থমকে যেতে হবে তা ছিল ভাবনারও অতীত৷ বস্তুত আমি সমগ্র ঘটনায় বাকরহিত, বিষণ্ণ্ ও হতবুদ্ধি হয়ে আছি৷
আমন্ত্রিত কোনও ব্যক্তি, তা সে যতই আমার মতো সামান্য লিখিয়ে হোন না কেন, আকস্মিক অনুপস্থিত হলে উদ্যোক্তাদের যে বিড়ম্বনায় পড়তে হয় সে-সম্পর্কে উদ্যোক্তা হিসেবে আমার অতীত অভিজ্ঞতা আছে৷ তাই আমি আপনাদের বিরক্তি ও বিতৃষ্ণার বিষয়টি সম্যক উপলব্ধি করতে পারছি এবং আমার অনিচ্ছাকৃত  এই যাত্রা বাতিলের জন্য ত্রিপুরা প্রকাশনা মঞ্চের সকল সদস্য ও উপস্থিত অতিথিবৃন্দের কাছে করজোড়ে ক্ষমাপ্রার্থনা করছি৷
এ-জাতীয় ঘটনায় যে শুধু উদ্যোক্তাদের মানসিক বিপর্যয় ঘটে তা নয়, আর্থিক বিপর্যায়ও ঘটে বইকি৷ বিশেষ করে ত্রিপুুরা প্রকাশনা মঞ্চ একটি অতিনবীন সংগঠন, তার যে আর্থিক সীমাবদ্ধতা থাকবে তা বলাই বাহুল্য৷ ফলে একজন অতিথির অনুপস্থিতি মানে অনেকখানি আর্থিক ক্ষতিও বটে৷ আমি প্রকাশনা মঞ্চের একজন বন্ধু হিসেবে এই ক্ষতির আংশিক পূরণের প্রতিশ্রুতি প্রদান করছি৷
আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অতুল্য ও অসামান্য৷ আমার মতো সামান্য এক লেখাকর্মী আকস্মিক অনুপস্থিতি হয়তো আপনাদের সাময়িক বিরক্তি উৎপাদন করবে, কিন্তু শেষপর্যন্ত যে এই উৎসব অপরিমেয় আনন্দযজ্ঞেই পর্যবসিত হবে সে-বিশ্বাস আমার আছে৷ শুধু জানবেন অনুপস্থিত হয়েও আমি অনুষ্ঠানে-উৎসবে উপস্থিত রয়েছি৷ আমি কলকাতায় আটকে গেলেও আমার হৃদয় কিন্তু আগরতলায়, আপনাদের সঙ্গেই রইল৷
আপনাদের ও মঞ্চের সার্বিক উন্নয়ন কামনা করি৷
বন্ধুতাসহ
বিকাশ সরকার
কসবা, কলকাতা, 
১৩ নভেম্বর, ২০২১

0 Comments