দেয়াল লিখন গ্রন্থের ভূমিকা :রামকুমার মুখোপাধ্যায়।"

সদ্য প্রকাশিত রামকুমার মুখোপাধ্যায় রচিত দেয়াল লিখন বইয়ের পেছনের কথা বল্লেন। বইটি কলকাতার ভিরাসত থেকে প্রকাশিত হয়েছে।আমি চির কৃতজ্ঞতা স্বীকার করলাম। 

"ফেসবুক চেয়েছে এক বছর আগের একটি পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের  কথা শেয়ার করি।  সব কথা যে মানতে পারি তা নয় কারণ নিজের কথা শোনাতে অস্বস্তি হয়। তবে আজ শেয়ার করছি অন্য কারণে। ত্রিপুরাবাসী গোবিন্দ ধর  আমাকে ফেসবুকে এনেছে। ২০২১ সালের শেষ দিকে অনলাইনে একটি ব‌ইমেলা উদ্বোধনের কথা ছিল। ইস্ত্রি করা পাজামা আর পাঞ্জাবি পরে তৈরিই ছিলাম কিন্তু যাঁর গুগল লিঙ্ক পাঠানোর কথা তিনি শেষ মুহূর্তে নিখোঁজ হলেন। বিয়ের সময় বর হারানোর অবস্থা। তখন গোবিন্দ বলল ফেসবুক লাইভ থেকে উদ্বোধন করতে। আমার ফেসবুক ছিল না। ফলে আমি অথৈ মাঝ গঙ্গায় পড়লাম। ছোটো মেয়ে রায়া অনলাইনে অফিস করছিল। তাড়াতাড়ি একটা ফেসবুক একাউন্ট খুলে ফেলল। উদ্বোধন পর্বে দু-চার কথা বললাম।  তারপর ফেসবুক একাউন্ট বন্ধ করতে গিয়ে দেখি সাহিত্য অকাদেমি, বিশ্বভারতী থেকে শুরু করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বন্ধু  ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ফলে ফেসবুকে থেকে গেলাম। পরে পরে কিছু লেখাপত্র‌ও  হলো। 
  অনেক ঠকে বুঝতে পেরেছি দ্বাপর যুগের লোকজন থেকে শুরু করে  মধ্যযুগের ভক্ত কবিদল কেন কৃষ্ণগীত গেয়ে গেছেন। দুশো বছর আগে আধুনিক যুগ এসে গেছে। বর্তমানে  ফেসবুক যুগ চলছে। এযুগেও  বুঝি  গোবিন্দ ছাড়া গতি নাই।

----রামকুমার মুখোপাধ্যায়।"

https://m.facebook.com/story.php?story_fbid=689869556875808&id=100075583087786&mibextid=Nif5oz

0 Comments