কর্ম সাধনায় গোবিন্দ ধর

কামরুল ইসলাম

কোন কোন মানুষ তাঁর কর্মে এগিয়ে যায়। গোবিন্দ ধর সাহিত্যের নিরলস কর্মী, কঠিন পথের পথিক। স্রোত নামক প্রকাশনার ২৫ বছর পূর্তি, সত্যি বিরল।  পেশায় শিক্ষক হলেও, গ্রন্থের পথে অগ্রসর হওয়াটা সাহসের এবং মনের শক্তি প্রয়োজন হয়। গোবিন্দ ধরকে যতটুকু জেনেছি, তা থেকে বুঝতে পারি,  সাহিত্যের পথচলায় তাঁর কোন ক্লান্তি নেই। সহজ সরলভাবে লক্ষ্য নির্দিষ্ট করে যাবার মানুষ সে।
আমার সাথে তথ্য প্রযুক্তির সহায়তায় জানা বোঝা, তবে সংযোগটি বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেনের মাধ্যমে। তখন থেকেই অনুভব করি, গোবিন্দ ধর প্রকাশনা সহ সাহিত্যের পথে কুমারঘাট নামক অঞ্চলে বাতি জ্বেলেছেন। প্রতিনিয়ত বই আন্দোলন করে চলেছেন। সাহিত্য আসর, সভায় দেশের বিভিন্ন অঞ্চল, বাংলাদেশের বহু স্থানে যোগ দিয়েছেন। মতামত দিয়েছেন,  সরব থেকেছেন, উচ্ছ্বল আনন্দে মাতিয়েছেন। 
স্রোতের আনন্দ উৎসব মঙ্গল প্রদীপের উজ্জ্বলতায় ভরে উঠুক। স্রোতের কাণ্ডারি গোবিন্দ ধরের প্রয়াস সার্থক হোক।

০৮:০৫:২০১৯

0 Comments