গোবিন্দ ধরের ছড়ায় আঁকিবুঁকি
গোবিন্দ ধরের ছড়ায় আঁকিবুঁকি
কুমারঘাট : ২০-০৭-২০২৫ কুমারঘাট ওয়ার্ড নং ১০ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে গোবিন্দ ধরের ছড়ায় আঁকিবুঁকি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক বইবাড়ি ফাউন্ডেশন। সহযোগিতায় প্রকাশনা মঞ্চ, আয়ূষ আর্ট সেন্টার, অন্যভূমি, স্বরবর্ণ ও স্রোত পরিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরবর্ণ লিটল ম্যাগাজিনের সম্পাদক সুমিতা দেব, স্রোত সম্পাদক ও প্রকাশনা মঞ্চের কার্যকরী কমিটির সদস্য গোবিন্দ ধর, অন্যভূমি প্রকাশনার অনিতা ভট্টাচার্য, আয়ুষ আর্ট সেন্টারের কর্ণধার অনিল দে মহোদয়। ছড়ায় আঁকিবুঁকি প্রতিযোগিতায় প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। গোবিন্দ ধরের নানা ছড়ায় আঁকিবুঁকি অনুষ্ঠানটি বেশ জমজমাট ভাবেই সমাপ্ত হয়। আজকের এই ব্যতিক্রমী বসে আঁকো প্রতিযোগিতা ঘিরে অভিভাবকদের মধ্যে একটা ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ভবিষ্যতে এই ধরনের আরো ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য অভিভাবিকারা স্রোতের কর্ণধার গোবিন্দ ধরের প্রতি আহ্বান জানিয়েছেন।আগামী ৩০ শে জুলাই ২০২৫ সালে গোবিন্দ ধরের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে কুমারঘাটের মাঙ্গলিকে প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেককে শংসাপত্র দিয়ে উৎসাহিত করা হবে।
0 Comments