শ্রীহট্টীয় লৌকিক সংস্কৃতি ও শব্দকোষপ্রথম খণ্ড সম্পর্কে আমার আনন্দস্মৃতি || গোবিন্দ ধর
শ্রীহট্টীয় লৌকিক সংস্কৃতি ও শব্দকোষ
প্রথম খণ্ড সম্পর্কে আমার আনন্দস্মৃতি || গোবিন্দ ধর
স্রোত প্রকাশনা
মূল্য :১৫০
প্রকাশকাল :২০০৮
প্রথম সংস্করণ প্রথম বর্ষেই নিঃশেষিত হয়েছিল।পরবর্তী সময় দ্বিতীয় খণ্ডের কাজও শেষ করেছি।কিন্তু প্রকাশ করার দুঃসাহস এখনো দেখাইনি।বইটির সাথে নানা ঘটনাযুক্ত।সে সময় এন বি টি আয়োজিত শিলচর বইমেলা হয়েছিল শিলচর। স্রোত প্রকাশনা আমন্ত্রিত হয়ে মেলায় অংশ নিয়েছিল।
ঠিক তখনই বইটির কপি পট পট বিক্রি হয়ে যায়।
কোথা থেকে খবর পান কথাসাহিত্যিক রণবীর পুরকায়স্থ এমন একটি বই আমাদের স্টলে আছে।তিনিও কালেকশন করেছিলপন বইটি।
পরে গত ২০১৮ সালে কলকাতায় নিজ বাসায় এক সাক্ষাৎকারে রণবীর পুরকায়স্থ একথা অকপটে বলেন।তিনি আরো বলেন সে সময় তাঁর সুরমা গাঙর পাণি উপন্যাসের কাজ চলছিলো।সম্পূর্ণ সিলেটিতে লেখা উপন্যাসের অনেক শব্দ তিনি এই কালেকশন থেকে গ্রহণ করেছেন।কিন্তু আমি জানতামই না।১০ বছর পর রণবীর পুরকায়স্থ মহোদয় বলায় জানলাম।সেদিন আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান আমি পেয়েছিলাম।
বইটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা সহায়ক পাঠ্য তালিকাভুক্তও ছিলো।যদিও সে বিষয় তৎকালীন সময়ে শিক্ষার্থীদের মুখে শুনেছি।কিন্তু কোন রকম চিঠি বা বিশ্ববিদ্যালয়ের স্তর থেকে মৌখিক ভাবে জানা ছাড়া আর কিছু পাইনি।
এই স্তরে একটি দুঃখবোধও আছে।যদি এরকম কোন গ্রন্থ পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয় তাহলে প্রকাশক ও ঐ গ্রন্থের লেখক বিষয়টি জানলে যে প্রেরণা পেতেন তা হতো একজন লেখককে সম্মানের সমতুল্য। কিন্তু কোন এক অলৌকিক কারণে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৫টি কলেজে বিন্দু বিন্দু জল শেখর দাশের উপন্যাস পাঠ্য তালিকায় কিন্তু প্রকাশক ও লেখক তাও বইটির পাঠ্যতালিকাভূক্তির খবর পাননি।
ঠিক সেরকমই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকায় স্রোত প্রকাশনার কয়েকটি বই পাঠ্যতালিকাভূক্ত হওয়া সত্বেও তা লেখক বা প্রকাশক হয়েও খবর আসেনি বিশ্ববিদ্যালয় স্তর থেকে।
এই নিয়মের পরিবর্তন হলে একজন লেখক নিশ্চয়ই আনন্দিত হতেন।প্রকাশকের খুশি লাগবে।
যাহোক আমরা তবুও এজাতীয় প্রকাশনায় যুক্ত থাকবো।পাঠকদের পাঠের ইচ্ছে যতদিন থাকবে।
১৪:০৭:২০২১
0 Comments