লংতরাই রিজার্ভ ফরেস্ট গোবিন্দ ধর
লংতরাই রিজার্ভ ফরেস্ট
গোবিন্দ ধর
এমন করে মেঘ মেঘ আকাশ নিয়ে
দীর্ঘ সময় ধরে থাকতে পারো মেঘলা আকাশ?
আমিই মেঘাচ্ছন্ন আকাশ থেকে
মেঘ সরিয়ে বৃষ্টি পাঠাও বৃষ্টি ঝরাও ভিজবো বলছি
আর তুমি আমার ডাক শুনলেও না!
#
এই পথ অপেক্ষায় আছে, নিশ্চিত আসবে
লংতরাই রিজার্ভ ফরেস্টে একদিন হারিয়ে যাবো।
চারদিকে ঘনবন আর টিলালুঙ্গা
মাঝে জুমের আগুন থেকে লাফিয়ে ওঠা পথ।
কোথাও একটু মিলে গেলে কার কি ক্ষতি?
এত মেঘ জমিয়ে রেখো কেন? মেঘপরীর সাথে
দীর্ঘ পথ ফাঁড়ি দিতে দিতে
ঢুকে যাই গভীর বনের আলিঙ্গনে।
তখন ঠিক বিলিকেটে বৃষ্টি পাঠাও, বৃষ্টিতে ভিজবো।
১৪:০৭:২০২৩
সকাল:০৮টা
ডেমছড়া।
0 Comments