কবি গোবিন্দ ধরের পূর্ব পুরুষের প্রতিষ্ঠিত :কুলাউড়া উপজেলার মিঞারপাড়া প্রাথমিক বিদ্যালয় 
--------------------------------------------
৫ই মার্চ২০২৩: দেবেন্দ্রনাথ ধরের প্রতিষ্ঠিত মিঞারপাড়া প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কটারকোনা মিঞারপাড়ায়। ১৯১৫ সালে প্রথমে নিজ বাড়িতে স্কুলটি তিনি প্রতিষ্ঠা করেন। একাধারে তখন তিনি স্কুলের শিক্ষক থেকে পিওনের সব কাজই করতেন।দীর্ঘ ৩৫ বছর তিনি ছিলেন স্কুলটির প্রধান শিক্ষকের দায়িত্বে। ১৯৪০ সালে তৎকালীন ভারত সরকার স্কুলটি সরকারের নিয়ন্ত্রণে নেন।তারপর ১৯৫০ সালে বড় রায়টের সময় দেবেন্দ্রনাথ ধর তাঁর স্ত্রী পুত্রদের নিয়ে রাজ আমলের বর্ধিষ্ণু গ্রাম রাতাছড়া চলে আসেন । রাজধর মানিক্যের রাজ অভিষেক হয়েছিল রাতাছড়ায়।তখন মৌলভীবাজার ছিলো বৃহত্তর জেলা।পরবর্তী সময় মৌলভীবাজার জেলা ভাগ হয়ে সিলেট,হবিগঞ্জ, সুনামগঞ্জ চারটি জেলায় বিভক্ত হয়।ভারতের স্বাধীনতা আন্দোলনের উল্লেখযোগ্য অবদান ছিল দেবেন্দ্রনাথ ধরের। যদিও কখনোই সেই বীরত্বের ঘটনা পরিবারের বাইরে কোথাও প্রচার করেননি।পারিবারিকভাবে দীপরাম ধর ছিলেন দেবেন্দ্রনাথ ধরের পিতৃপুরুষ। যার ছিলো বাউল ঘরনার মনোভাব। তাঁর ঠাকুরদা রতিরামও একজন স্বনামধন্য মানুষ। পারিবারিক জনশ্রুতিতে জানা যায় বারোহাল জমির মালিক ছিলেন দেবেন্দ্রনাথ ধর।আজোও কটারকোনা মিঞারপাড়া প্রাথমিক বিদ্যালয়টি কুলাউড়া উপজেলার ইতিহাস বহন করে। ২০২৩ সালে ১১২ জন শিক্ষার্থী নিয়ে স্কুল পরিচালনা করেন চারজন শিক্ষক।স্কুল কমিটির সহ সভাপতি মহোদয় ও শিক্ষকদের আন্তরিকতায় আমি মুগ্ধ। আমার সাথে সেদিন ছিলেন সমকালের সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ মহোদয় তিনিও মুগ্ধতা নিয়ে আসেন।

0 Comments