৫১ তম জন্মদিন উপলক্ষে যাদের শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছি
আমি ভালোবাসার কাঙ্গাল:৫১ তম জন্মদিন হয় হারবো নয় আমিই জিতবো
গোবিন্দ ধর
আজও যা প্রাসঙ্গিক
জীবনের মাঝদরিয়ায় এসে মনে হচ্ছে একজন দিনমজুর থেকে শিক্ষক হয়ে আজ স্রোত প্রকাশনার কর্নধার কবি অক্ষরশ্রমিক গোবিন্দ ধর হয়ে উঠতে যাদের ভালোবাসা পেয়েছি ,যাদের ঘৃণা পেয়েছি ,বন্ধু থেকে শত্রু সংখ্যা বাড়িয়েছি , সকলের অবদান প্রাসঙ্গিক।প্রাসঙ্গিকতাকে খাটো না করেই বলছি জীবনে আজ যত কবি সাহিত্যিকদের শুভেচ্ছা ভালোবাসা পেয়েছি এত ভালোবাসা পাওয়ার উপযুক্ত সত্যি আমি নই।আমি সাধারণ কলমকর্মী।একজন শিক্ষক।একজন সম্পাদক।একজন কবি।ছড়া লেখতে এসছিলাম হয়নি।কবিতা লিখতে চাইছিলাম হয়নি।প্রবন্ধ লিখতে চাইলাম হয়নি।গদ্য লিখতে চাইলাম হয়নি।শুধু চেষ্টা করে যাচ্ছি ।কিছুই হয়নি।সম্পাদনা করতে চাইলাম তাও হয়নি।আসলে দিন মজুর থেকে আজকের গোবিন্দ ধর হতে কোনদিন চাইনি।
আসলে কিছুই চাইনি।কিছু না চাইতেই যা হয়ে যেতে হলো তাঁর সকল কৃতিত্ব আমার বাবার।বাবার তিলতিল পাঠ্য বই পড়ে আমি পাঠক।বাবার পাঠ সারা বই জমানো অভ্যাসগুলো আমাকে কান ধরে বললো তুই সংগ্রাহক।তুই রাজ্যের লিটল ম্যাগাজিন গুলো জমিয়ে রাখ।তুই সকল বইপত্রগুলো জমিয়ে রাখ। পল্টুদা দিলেন উৎসাহ এই কর্মে।আমি চাইনি।তবু আমি সংগ্রাহক।
আমি তো কিছুই চাইনি।সত্যি আমি কিছুই চাইনি।তবু এসব করছি কেন আমি সব জানি না।
সব কিছু ঘুরের মাঝে করতে গিয়ে যা হলো তা হলো অন্য কিছু।বুঝতে পারি না সব।এসব নিয়ন্ত্রণ আমার হাতে নয়।যা চাই তার কিছুই আমি করতে পারছি না।না পারার দায় সব আমার।
স্রোত সাহিত্য পত্র করতে কি করছি বুঝতে পারছি না।সব দায় আমার।
যা পারিনি তা আমার অপারগতা।যা করতে চাই তা না পারা আমার।তবু যে ভালোবাসা আজ আমার বন্ধুরা দেখালেন সারাদিন ,তা আপনাদের মহানুভবতা।আপনারা ছোটকে বড় ভাবার মহত্ব নিয়ে আমাকে কৃতজ্ঞতা পাশে বন্দি করেদিলেন।আমি কৃতজ্ঞ।আমি আপ্লুত।আমি ভালোবাসা রাখার হাঁড়ি নয় তা আমি জানি।আমি একজন সাধারণ অক্ষরশ্রমিক।আমি একজন শিক্ষক।আমি চিরকাল আপনাদেরকে কাছে চাই।বিচ্ছেদ বড় বেদনা দেয় আমার মর্মকে।আমি সকলের সাথে থাকতে ভালোবাসী।ভালোবাসা আমাকে পাগল করে দেয়।
৩০/০৭/২০১৬
জন্মদিন।দেওপাড়।কুমারঘাট।
৫১ তম জন্মদিন উপলক্ষে
যাদের শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছি
আখড়া,পীরগঞ্জ,বাংলাদেশ, সেবু মোস্তাফিজ আয়োজিত অনুষ্ঠান
অংশগ্রহণ করেন
তপন বাগচী, অমলকান্তি চন্দ, মন্দিরা রায়,মৌসুমী সুমী,বিজন বোস,সেবু মোস্তাফিজ।
সরাসরি লাইভ
সন্দীপ সাহু, কলকাতা
আবৃত্তি
অনিন্দিতা মোদক,তৃষিতা চাকমা,মাসুদা তোফা।
রেকডিং ভিডিও দিয়েছেন
রামকুমার মুখোপাধ্যায়,সুবল দত্ত, জহরলাল দাস, জহর দেবনাথ, সন্দিপ সাহু,সোমা লাহিড়ী মল্লিক ।
প্রবন্ধ লিখেন
হারাধন বৈরাগী, প্রগতি খীসা,ক্রাইরী মগ চৌধুরী।
ডিজিটাল স্কেচ
শিল্পী প্রশান্ত সরকার
কবিতা রচনা করেন
প্রগতি খীসা
যারা টেলিফোনে যোগাযোগ করেছেন
অমলকান্তি চন্দ, সন্দীপ সাহু, বিজন বোস
নানা মন্তব্য
প্রণবকুমার চট্টোপাধ্যায়
সমৃদ্ধতর হোক জীবন। বারবার ফিরে আসুক এই শুভ দিন।
বীরেন মুখার্জী
কবি-সম্পাদক গোবিন্দ ধরের জন্মদিনে ছোটকাগজ দৃষ্টি'র পক্ষ থেকে নান্দনিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ জন্মদিন।
রামেশ্বর ভট্টাচার্য
সুস্থ থাকো। ভালো থাকো।। অনেক কাজ বাকি আছে তোমার।।
দিলীপ দাস
সঠিক কাজ, যা মানুষের উপকারে লাগে, একজন মানুষকে প্রকৃত ভূমিতে দাঁড় করিয়ে দিতে পারে, বাকি সব মিথ্যা এবং ভণ্ডামি।
মানিক ধর
এই সুন্দর দিনটি বছর বছর ঘুরে আসুক - সুস্থ ও সতেজ মনে।সৃষ্টির অনাবিল স্রোত বইতে থাকুক লেখনশৈলীতে।
রবীন্দ্রকুমার দত্ত
" প্রবল দাম্ভিক মানুষই আজকাল সফলতা পান"
-- কথাটা অত্যন্ত বাস্তব । তবে এটাও ঠিক যে
এমন সফলতা কিন্ত্তু চিরস্থায়ী নয় , বরং অত্যন্ত
ক্ষণস্থায়ী । অতএব নিন্দুকদের উপেক্ষা করেই
এগিয়ে চলা উচিত ।
বৈশম্পায়ন চক্রবর্তী
অমলধারা ঝরনা যেমন
স্বচ্ছ তোমার প্রাণ,
পথে তোমার জাগিয়ে তুলুক
আনন্দময় গান।
সম্মুখেতে চলবে যত
পূর্ণ হবে নদীর মতো,
দুই কূলেতে দেবে ভ’রে
সফলতার দান। - রবীন্দ্রনাথ
- শুভ জন্মদিন!!
দেবব্রত দেবরায়
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই । গৌরবকে আমার আশীর্বাদ । সাহিত্য সংস্কৃতির জগতে গত তিন দশক ধরে তুমি যে অবদান রেখে চলেছো তাঁর মূল্যায়ন করবে ইতিহাস । আজন্ম লালিত তোমার আদর্শকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে হবে । ভালো থেকো ভাই । তোমার সুনাম চারদিকে আরও অনেক ছড়িয়ে পড়ুক এই কামনা করছি ।
প্রতিমা নাগ
শুভ জন্মদিনের অজস্র শুভেচ্ছা গোবিন্দ বাবু । এইভাবে আপনি আপনার সৃষ্টিশীলতা নিয়ে এগিয়ে চলুন এবং প্রতিনিয়ত বঙ্গ সাহিত্যকে উন্নত ও সমৃদ্ধ করে চলুন।
তমোজিৎ সাহা
প্রতিদিন হোক জন্মদিন, সৃষ্টিদিন। নদী কথা বলুক, আর কলম লিখে চলুক। শুভেচ্ছা অফুরান গোবিন্দদা।
রাধা দত্ত
শুভ জন্মদিন গোবিন্দ, ভালো থেকো, সুস্থ ও নিরাপদে থেকো । আগামী দিনগুলো শুভ ও মঙ্গলময় হোক।
মানসী মিশ্র হালদার
আজকের বৃষ্টি ঝরা সোনালী সকালে প্রিয় কবির জন্মদিনে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা ও একরাশ ভালোবাসা। ভালো থাকুন। এগিয়ে চলুক কলম।আমরা পাই আরও আরও রচনা সম্ভার। সমৃদ্ধ হয়ে উঠি আমরা।উজ্জ্বলতায় ভরে উঠুক আপনার আগামী জীবন।
দীপশিখা ভট্টাচার্য
শুভ জন্মদিন, গোবিন্দ। কালরাতে অনেক চেষ্টা করেও ফোন ধরতে পারিনি। যাইহোক অনেক শুভেচ্ছা রইল। সবাইকে নিয়ে ভালো থেকো। আপন সৃষ্টিতে সাহিত্য সমৃদ্ধ কর।
সবিতা দেবনাথ
ভাতৃপ্রতীম শ্রীমান গোবিন্দ ধরের একান্নতম শুভ জন্ম-জয়ন্তীতে আন্তরিক শুভাশিস সহ সাফল্য মন্ডিত দীর্ঘ জীবন সহ সার্বিক মঙ্গল কামনা করছি! - -
একান্ত শুভাকাঙ্ক্ষী সবিতা দিদি।
সংযুক্তা দাসপুরকায়স্থ
শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার সর্বাঙ্গীণ সুখ সমৃদ্ধি কামনা করি।
রাজীব মজুমদার
সব ভালো হোক তোমার - এই প্রার্থনা। জন্মমুহূর্ত সার্থক হোক স্বতন্ত্র সৃষ্টিতে। শুভ কামনা দাদা।
কাজী নিনারা বেগম
সেই রাতাছড়া গ্রামের ছোট। ছেলেটি মাথার চুল গুলোকে। সিথিঁকেটে, মাথা নিচু করে হেটে।। স্কুল পড়োয়া, ছেলেটি। ওনার বাবা। দক্ষিণারঞ্জন বাবুর মুখ উজ্জ্বল করে। আজ সাহিত্য জগতের এক উল্লেখযোগ্য নাম অর্জন করেন।সেই আমাদের প্রিয় কবি গোবিন্দ। আজ আমরা গর্বিত। শুভ জন্মদিন গোবিন্দ দাদা। আগামী দিনগুলো যেন আপনার জন্য সুখ সমৃদ্ধ লাভ হয় এই দোয়া করি। ভাল থাকুন। সুস্থ থাকুন।
গোপেশ সূত্রধর
প্রার্থণা"
হে ভগবান দয়ানিধান
মানব জাতির প্রতি তব করুনা বর্ষিত হোক অহ রহ।
তোমার দয়াতে লভিনু জীবন
তোমি আছ মম সাথে অনুক্ষন,
অন্তরে মম জাগ্রত সদা রহ।
আঘাত দিওনা হৃদয়ে মম
অজান্তে করিলে অপকাজ,
চরনে দিতে ঠাঁইপ্রণাম লহ।
করোনা দিওনা প্রভু করুনা কর
নিসন্তান হলে সৃষ্টি তব,
মহিমা গাহিবার রবেনা কেহ।।
বিধানচন্দ্র দে
জন্মদিনে তোমায় আমি
কিবা দেবো ভাই,
আরো আরও অনেক তুমি
বেঁচে বেড়ে উঠো চাই।
চলছো যাদের পাশে নিয়ে
থাকো তাদের সাথে
কর্ম স্রোতে ভেসে গিয়ে
বসবে জগত পাতে।
জন্ম হউক গৌরবময়
আশীষ বর্ষুক মাথে
সাহিত্য ধ্বজা রেখো ধরে
সুবর্ণ তিলক এঁকে দিই শিরে।
দুলাল পাল
শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা । ভাল থাকুন সুস্থ থাকুন । আপনার স্রোতের ধারা অব্যাহত থাকুক ।
বিজন বোস
কবি ছড়াকার প্রকাশক সংগঠক তথা সাহিত্যসেবী গোবিন্দ ধরের আজ একান্নতম জন্মদিন । জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা । সমস্ত প্রতিকূলতা মাড়িয়ে আপনি এগিয়ে চলুন নব নব উদ্যমে । "স্রোত" আরো বেগবান হউক।
বিপ্লব বৈদ্য
জন্মদিনে শুভেচ্ছা যোদ্ধা। যুদ্ধ জয়ের আকাংঙা কেড়ে নিক রাতের ঘুম। এটাই আমার তরফো ব্যতিক্রমী শুভেচ্ছা।
তুষার কান্তি সাহা
জন্মদিনের হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভলো থাকো লেখায় নিজেকে রাখো।
অপাংশু দেবনাথ
আরও অনেকদূর যেতে হবে। অনেক কাজ। সামনে দিগন্ত।
জন্মদিনে কবি প্রকাশক গোবিন্দ ধরকে আমার ভালোবাসা ও শুভকামনা জানাই।
মনে পড়ে এই দিনটি ২০১২ সালে কুমারঘাটে উদযাপিত হয়। আগরতলা থেকে আমরা অনেকেই গিয়েছিলাম। এভাবে আবারও পালিত হোক তোমার জন্মদিন। ভালো থেকো বন্ধু। সৃষ্টিতে থেকো।
নূরুদ্দিন জাহাঙ্গীর
আমাদের প্রিয় মানুষ অপস্রোতের বিরুদ্ধে চলা কবি গোবিন্দ ধরের সুবর্ণ জয়ন্তীতে স্বর্ণাভ শুভেচ্ছা।
তাফেল খান
শুভ জন্মদিন।
ব্যক্তি যখন ব্যক্তিত্ব হয়ে ওঠে তখন ঐ ব্যক্তি আর তার একার থাকে না। হয়ে ওঠে সবার।আপনি তাই।
ব্যক্তি বড় না।বড় তার কাজ।ব্যক্তি একমুঠ ছাই।কাজটা সোনার দলা।
সুস্মিতা দেবনাথ
ভালো থাকুন এমনি করর অনেক বছর সৃষ্টির মাঝে, মানুষের জন্য মানুষের মাঝে।
নন্দিতা ভট্টাচার্য
শুভ জন্মদিন। গতবছর ভিডিও করেছিলাম একটা আপনার জন্মদিনে... এবার লিখেই শুভেচ্ছা পাঠালাম... খুব ভালো থাকুন।
চয়ন সাহা
ত্রিপুরার তরূণদের সাহিত্য নিয়ে কাজের প্রেরণা আর উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন দাদা। ঈশ্বর আপনাকে ভালো রাখবেন।
শুভেচ্ছা জানান
দেওয়ান আতিকুর রহমান, আবিদ ফায়সাল, গল্পকার,,রীতা ঘোষ, গল্পকার,চিরদীপ গাঙ্গলী,শিবাংশু রায়চৌধুরী
মুজিব ইরম, রাকিবুল ইসলাম, সুবল দত্ত, সন্দীপ সাহু, ঝুমুর পাণ্ডে, জহরলাল দাস, জহর দেবনাথ , প্রগতি খীসা, স্বপন চক্রবর্তী, সুপর্না মুখার্জী,ত্রিদিব চক্রবর্তী
পারিজাত দত্ত,মোহাম্মদ খয়রুজ্জামান খসরু,শ্যামল ভট্টাচার্য,সৌগতা সামন্ত,ক্রাইরী মগচৌধুরী,অভিজিৎ চক্রবর্তী,মৈত্রী মল্লিক,দীপককুমার বাইন,তাপসকুমার দে,গোলাম মুস্তাফা,নীলা সরকার,রূপক মোহিন,বিমলকৃষ্ণ বিশ্বাস,সবিতা দেবনাথ,বিপ্লব মোহাম্মদ মানিক,শতনিক রায়,জয়দীপ চট্টোপাধ্যায়,রণবীর আচার্য,শংকর নাথ উপাধ্যায়,সমরেন্দ্র বিশ্বাস,তন্ময় ভট্টাচার্য,বীরুপাক্ষ পাণ্ডে,বরুণচন্দ্র পাল,সুজিত পাল,অরূপ পান্থি,সুব্রত দত্ত চৌধুরী,সুস্মিতা চৌধুরী,সন্দীপ দত্ত,সন্দীপ সাহু,অজয় বৈদ্য,শামসুদ্দীন হীরা,লুৎফর চৌধুরী,সবিতা দেবনাথ,আলাল উদ্দিন,স্বপ্না নাথ,দেবাশীষ চৌধুরী
দীলিপ দেবনাথ,দুলাল পাল,বিপ্লব উরাং,তমালশেখর দে,সাচীরাম মানিক,মৌ সরকার,মো.রুবেল,সুমিতরঞ্জন আচার্য,রঞ্জিত দে,তন্দ্রা মজুমদার,ড.দেবব্রত দেবরায়,ড.আশীষকুমার বৈদ্য,রতন চন্দ,অমল চক্রবর্তী
পৃথ্বীশ দত্ত,চিরশ্রী দেবনাথ,সম্পা বৈদ্য,বাসুদেব দাস,প্রীতি আচার্য,সুস্মিতা দেবনাথ,নাদিরা আক্তার,তপনঙ্কর চক্রবর্তী,মানিকরতন শর্মা,নিজাম উদ্দিন রাব্বি,অঞ্জলি সেনগুপ্ত,সবিতা বর্মন,মানবেন্দ্র পাত্র
লিপি শেঠ,পীযূষকুমার ভট্টাচার্য,অমিত সরকার,মসনবর্দ্ধন পাল,তিমির দে,লিসা বিশ্বাস,বিমান দাম,পার্থপ্রতীম গঙ্গোপাধ্যায়,ঝর্ণা মনি,শামসুল আলম সেলিম,মনিকা সরকার,সত্যজিৎ দত্ত,নির্মল দত্ত,পৃথ্বীশ দত্ত,শিবুরঞ্জন পাটারী,রবীন্দ্রকুমার দত্ত,তন্দ্রা মজুমদার,শক্তি কর দত্ত,রীনা চট্টোপাধ্যায়,স্বপনকুমার ভট্টাচার্য,পার্থপ্রতীম চক্রবর্তী,নবনীতা দত্ত দাস,বিশ্বরূপ গোস্বামী,যোগমায়া,গোস্বামী,অণিমা মুক্তি গোমেদ, যুথিকা জাগরিয়া,সুমিতা বর্ধন,বিমান দাম,বিধান রায়,বিজয় রায়,চয়ন সাহা,রমজান বিন মোজাম্মেল,সেলিম মুস্তাফা,ইন্দ্রিনী মজুমদার,শামসুল বারী উৎপল,মোহাম্মদ শাব উদ্দীন ফিরোজ,জ্যোতির্ময় রায়,মৃদুলা ভট্টাচার্য,প্রীতিকণা সেন মিঠু,তাপস দেবনাথ,রণজিৎ চক্রবর্তী,স্নেনময় রায়চৌধুরী,সুব্রত চক্রবর্তী,মানসী কবিরাজ,লিপিকা সরকার, বদরুদ্দোজা হারুন,ডক্টর সুশান্ত সিনহা,সংগীতা দেওয়ান জি,মোহাবুবা লাকি,বিশ্বজিৎ দেব,মনালি নাথ,মধুমঙ্গল বিশ্বাস, অনিরুদ্ধ সাহা,অনিতা ভট্টাচার্য, কল্লোল দত্ত, খোকন সাহা(বড়),রূপম মজুমদার, কৃষ্ণা ভট্টাচার্য মিস্র,মলয় রায়চৌধুরী, ডক্টর সোমা লাহিড়ী মল্লিক, রাজু ভৌমিক,রাজীব দে রায়,অন্নপূর্ণা মাজি,রূপালী দাস ধর,অপর্না দেবনাথ,পহেলি মুখার্জি, অমলকান্তি চন্দ,দুলাল ঘোষ,নিধির রায়,বাঁধন চক্রবর্তী, সুস্মিতা দাস,আব্দুল আলীম,দিপ্সী দে,বিশ্বজিৎ রায়চৌধুরী আরো অসংখ্য জন।
শেষকথা
ভালোবাসা পেলে আমি গলে গলে নামি।জীবনের একদিকে চরম দুঃসময়।অন্য পিঠে এত স্নেহ এত ভালোবাসা পেয়েছি এই অর্ধেক জীবনে শোোধ করা অসম্ভব এ জীবন দিয়ে।একই সাথে চরম ঘৃণা আমি পেয়েছি। আবার মানুষের ভালোবাসা, মায়াও।পেয়েছি সমবেত প্রতিদ্বন্দ্বিতা পেয়েছি শত্রুতা পেয়েছি বন্ধুত্ব।পেয়েছি বন্ধু হয়ে জীবন তচনচ করে দেওয়া মানুষকেও।সব দ্বন্দ্ব সব ঘৃণা সব প্রতিদ্বন্দ্বিতা ভালোবাসার কাছে হার মানতে মানতে আবার শত্রুতাই কখনো জয়ী হয়ে যায়।কখনো বন্ধুত্ব হয়ে যায় জীবনের প্রেরণা। আমার জীবনে পরস্পর বিরোধী দুই মেরু প্রবল সৃষ্টি ও ধ্বংস করার পক্ষে যথেষ্ট। কেউ কেউ চান সাহিত্য সংস্কৃতি থেকে আমাকে যেনতেন সরিয়ে দিলেই সাহিত্য সংস্কৃতি উদ্ধার হয়।আবার একশ্রেণির পিঠ চাপড়িয়ে ক্রিজে রেখে শায়েস্তা করে দেওয়ারও প্রবণতা পরিলক্ষিত। সব শেষে গুটিকয়েক আত্মজনের প্রবল ভালোবাসার নিকট পরাজিত আমি শেষমেষ সৃজনেই আছি।যদি হারিয়ে যাই যদি আর টিকে না,থাকতে পারি ধরে নেবো ভালোবাসার শক্তি ফুরিয়ে গেছে প্রতারণা আর ঘৃণার জয় হয়েছে।আর সত্যি সত্যি যেখানে কখনো ঘৃণা ও প্রতারণা মুখ্য হবে সেখানে হোক সাহিত্য সংস্কৃতি কিংবা প্রবল ভালোবাসা সে সব ত্যাগ করে মৃত্যু হবে চরম শান্তি। চেয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতা নয় ভালোবাসা হয়তো প্রতারণার নিকট ভালোবাসা বড়ই দূর্বল।প্রবল দাম্ভিক মানুষই আজকাল সফলতা পান।সহজ সরল মানুষ বোধ হয় চিরকালই হেরে যান।আমি হারতে না আসলেও সময় বলছে চরম দুঃসময়ে নিকটজনও হাত ছেড়ে দিয়ে তার জীবনের নতুন পথ আবিস্কার করে।আর সময়ের নিকট হারিয়ে যায় সহজ মানুষ সরল মানুষ।
৩০:০৭:২০২১
0 Comments