তিতাস জনপদের নিভৃতচারী কবি জয়দুল হোসেন 
মুখোমুখি 
কবি ও কথাশ্রমিক গোবিন্দ ধর 



একদা কুমিল্লার সবচেয়ে আলোকিত জনপদের নাম ব্রাক্ষ্মনবাড়ীয়া।ঈসা খাঁর জমিদারী বিস্তৃত ছিলো সরাইল পর্যন্ত।পন্ডিত দ্বীজদাস দত্ত বিপ্লবী উল্লাস কর দত্ত  মহেশ নন্দী  অখিল দত্ত  মহেশ ভট্ব্যাচার্য নরেন দত্ত আর আনন্দ স্বামীর জন্মভূমি ব্রাক্ষ্মন বাড়ীয়া।নবাব সিরাজুল ইসলাম ব্যারিস্টার আবদুর রশুল  ধীরেন্দ্রনাথ দত্ত ওস্তাদ আলাউদ্দিন আলী খাঁ ওস্তাদ আয়েত আলী খাঁ ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর পূন্যভূমি এই জনপদ।মলয়ার মত সমৃদ্ধ সংগীতের জন্ম এই মাটিতে।সেই মাটিতে আজ মৌলবাদের আস্ফালন উদ্ধত ফনা।
৭১  সালে আবদুর রহমান খাঁ নিজ নামে ব্রাক্ষ্মনবাড়ীয়ার নামকরন করেছিলেন রহমান বাড়ীয়া।৭১ এ ব্যর্থ  হলেও এটি এখন রহমান বাড়ীয়ায় পরিণত হচ্ছে।সেখানে আওয়ামীলীগ এবং প্রগতিশীলরা কি মরে গেছে? 


“মুক্তির মহানায়ক”
      বঙ্গবন্ধু
 তিতাস জনপদের নিভৃতচারী কবি ও গবেষক 
 ‘জয়দুল হোসেন’ রচিত ও জিনিয়াস পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত এবারের বাংলা একাডেমি গ্রন্থ মেলায় প্যাভেলিয়ন নং ২৪ এ পাওয়া যাচ্ছে।
 সকল বঙ্গ ও বঙ্গবন্ধু প্রেমী পাঠকদের উদাত্ত্ব আহবান জানাচ্ছি 
গন্থখানি পড়বার জন্য। 

জয়দুল হোসেন মানবর্দ্ধন পাল এই দুজনই ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর।হোসেন ভাই তিতাসপারে ঘুরতে আসবো।আপনি ঋষি প্রতীম এই সময়ে আমাদের রবীন্দ্রনাথ। আমাদের অসাম্প্রদায়িক চেতনার পথপ্রদর্শক। ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির জীবন্ত কিংবদন্তি ব্যাটসম্যান। আসবো দাদা।
লিখুন।আরো আরো।

তিতাস তীরের ভালোবাসা;
ব্রাক্ষ্মণবাড়িয়ায় আজ সন্ধ্যার আড্ডাতে
প্রিয় জয়দুল ভাইয়ের সঙ্গে। 
জয়দুল হোসেনের ছড়াকবিতার বই 'স্বরবৃত্তে স্বরাঘাত', জীবনী 'খান মোহাম্মদ ফারাবী', গবেষণা-বই 'অবিভক্ত বাংলার অসমাপ্ত বিপ্লব'  এবং দিলীপ দাসের সঙ্গে  সম্পাদিত সংকলন 'তিতাস, তুমি কেমন আছ'  নিশ্চয়ই আমার মতো অনেকেরই প্রিয় পাঠতালিকায় আছে।


কবি-সাংস্কৃতিক সংগঠক-লোকসাহিত্য ও মুক্তিযুদ্ধ গবেষক জয়দুল হোসেন, সভাপতি, সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়া। বয়সের বিবেচনায় পিতৃপ্রতিম হলেও বন্ধুবৎসল এ মানুষটির সাথে আমি যখনই ব্রাহ্মণবাড়িয়ায় যাই, অন্তত এক মুহূর্তের জন্যে হলেও দেখা করার চেষ্টা করি। কবে ঠিক মনে নেই, এমনই এক যাত্রায় তার সাথে দেখা করতে গেলে একই সাথে পেয়ে যাই ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম অভিভাবকতুল্য দুজন মানুষ অধ্যাপক মানবর্দ্ধন পাল ও অধ্যাপক ওসমান গণি সজীব ভাইকে। সাথে অনুজ সংস্কৃতিকর্মী প্রসেনজিৎ রায় ও বন্ধু নূরুল আমিনকেও। 
উল্লেখ্য, Osmangoni Sojib ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এবং ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া'র সভাপতি। আর অন্য তিনজনই সাহিত্য একাডেমির দায়িত্বশীল বিভিন্ন পদে আছেন।

প্রশ্ন :১
আপনি কবিতা লেখালেখি কিংবা সাহিত্যে কখন এলেন?

প্রশ্ন :২
প্রতিটি শুরুরও শুরু থাকে সেই শুরুর দিনগুলো শুনবো? 

প্রশ্ন :৩
পারিবারিক কোন চাপিয়ে দেওয়া ছিলো না নিজস্ব নির্বাচন,  কবিতাশিল্পকে আপন করে নেওয়ার সময় ছিলো?

প্রশ্ন :৪
আপনার কলেজ জীবনের গল্প বলুন?তখনকার বিশেষ স্মৃতি?

 প্রশ্ন :৫
বাহ্মণবাড়িয়া অঞ্চলের সাহিত্যে ভিন্ন সুর আমরা অনুভব করছি।বৃহৎ বাংলার বাংলা সাহিত্যের সাথে সুর মিললেও তার আছে নিজস্ব স্বর।তিতাস একটি নদীর জনক অদৈত মল্ল বর্মণের জন্ম এ শহরকে পরিচিতি দিয়েছে। 
আপনি কেমন দেখেন?

প্রশ্ন :৬
একটি গ্রন্থ নির্মানে বইয়ের বিষয়ের সাথে প্রচ্ছদ কতটুকু একে অন্যের পরিপূরক?


প্রশ্ন :৭
কোন পথে আবহমান সময়।কোন পরামর্শ কিংবা আমাদেরকে পথ বাৎলে দেবেন?

প্রশ্ন :৮
প্রাপ্তি অপ্রাপ্তি বিষয়ে কোন আক্ষেপ আছে?

প্রশ্ন :৯
কি রেখে যেতে চান?যা ১০০ বছর পরেও চর্চা হবে?যদিও আপনি বাংলাসাহিত্যে পরিচিত নাম।


প্রশ্ন :১০
নিরন্তর সাধনারও আপনার দীর্ঘ জার্নি।এত প্রাণ কি করে পান?হেঁটে যেতে পারেন কিমি কিমি পথ?

প্রশ্ন :১১
মূলত লিটল ম্যাগাজিনে লিখেই আপনি জয়দুল ভাই। আমরাও এপারে জানি তেমন ভাবেই। বলবেন?

প্রশ্ন :১২
আমাদের প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথ কতটুকু প্রাসঙ্গিক?ব্রাহ্মণবাড়িয়া হয়ে রবীন্দ্রনাথ ফিরেছিলেন কলকাতা জোড়াসাঁকো? 

প্রশ্ন :১৩
দেশভাগের যন্ত্রণা একজন কবিকে পীড়িত করে।আপনার পরিবার কি এমন কোন পরিস্থিতির শিকার?আপনি কিছু বলুন প্লীজ?

প্রশ্ন :১৪
কী লিখি কেন লিখি?

প্রশ্ন:১৫
আপনার কবিতাসংকলনগুলোর নাম নির্মানের গোপন জিয়নকাটি কিরকম?

প্রশ্ন :১৬
শিল্পীর ইচ্ছা অনিচ্ছায় একটি শিল্প রূপ পায়? নাকি আরো কোনো অতিভৌতিক কোন বিষয় প্রতিটি লেখার ঘরনা তৈরী করে?


প্রশ্ন :১৭
আপনার সাথে তেমন আড্ডা আমার নেই। আপনি আড্ডারু সে আমি জানি।আড্ডা কি শিল্প সৃষ্টির উৎস মনে করেন?


প্রশ্ন :১৮
কবিতা তো একটি স্বতন্ত্রশিল্প ছবিও স্বতন্ত্র। একটি রেখা একটি বিন্দু কিংবা তুলির কতটুকু স্বাধীনতা এই সমাজ এই সংবিধান আমাদেরকে দিয়েছে?যদিও বাকস্বাধীনতা যেখানে এসে থমকে যায় শিল্প কি তেমন কোন আটকে পড়ার সম্ভাবনায় দমে যায়?



প্রশ্ন  :১৯
আপনার পারিবারিক পরিবেশ শিল্প ও শিল্পীর।এই সম্মেলন কেমন লাগে?

প্রশ্ন  :২০
আপনার নিজস্ব ঘরনায় লৌকিক সংস্কৃতি কতটুকু আনতে পেরেছেন?আপনি কি সচেতনতার এই বিষয়টিকে এড়িয়ে গেছেন?


প্রশ্ন  :২১
জীবন কেউ কেউ নেশা বলেন।কেউ কেউ উৎসব। কেউ কেউ একটি নাটক।আবার কারো কারো নিকট জীবনে কবিতাই জীবন।আপনি কোন নিজস্ব জীবনচেতনায় তাড়িত নিশ্চয়ই। ব্যাখ্যা চাই।

প্রশ্ন :২২
ব্রাহ্মণবাড়িয়ার জল জীবন, জেলে জীবন কিংবা কোন এক বর্ষায় ছাতা মাথায় আপনি আপন মনে  হাঁটছেন তখন কি কি মনে আসবে?
প্রশ্ন :২৩
আপনি সত্যি সত্যিই ঋষি প্রতীম।অসাম্প্রদায়িক চেতনাবাহিত একজন সময় থেকে এগিয়ে থাকা মানুষ।আপনি রক্তাক্ত হোন হিন্দু মুসলমানদের রক্তক্ষয়ী প্রতিহিংসার ব্যাপারগুলোতে।দিন দিন মানুষ কেমন আরো সংকীর্ণ দৃষ্টিভঙ্গির সাথে আপোষ করে যাপিত করছেন সময়।এতে আমাদের প্রজন্ম তো সংকটে পড়বেই।কি করলে এই দৈন্যতা ঘুচানো সম্ভব? 
প্রশ্ন :২৪
তরুণদের সম্পর্কে কিছু বলবেন?
প্রশ্ন :২৫
আপনার পরামর্শ চাই এই কাঁটাতার নয় এক অসীমান্তিক উড়াল হবে আমাদের স্বদেশ।সম্ভব?

0 Comments