৬ষ্ট বর্ষ উপলক্ষে প্রকাশনা মঞ্চ
৬ষ্ট বর্ষ উপলক্ষে
প্রকাশনা মঞ্চ
আয়োজিত
বার্ষিক সাধারণ সভা
স্থান :আগরতলা প্রেসক্লাব,ভূমিতল, ত্রিপুরা
তারিখ :২৩শে এপ্রিল :২০২৩
সময়:সকাল ১০টা থেকে বিকেল ৪টা
গৌরবোজ্জ্বল উপস্থিতি
অশোকানন্দ রায়বর্ধন:নির্বাচন আধিকারিক হিসেবে দায়িত্ব পালন ও প্রাসঙ্গিক আলোচনা
জহর দেবনাথ :সভাপতির ভাষণ, সভা পরিচালনা ও পুরানো কমিটি বাতিল।
বিজন বোস :কোষাধ্যক্ষ ও আগামীদিনের পরিকল্পনা বিষয়ক আলোচনা
জহরলাল দাস :,সহ সম্পাদক, কবিতায় লোকভাষা বিষয়ক আলোচনা
ক্রাইরী মগ চৌধুরী :সহ সভাপতি
নিয়তি রায়বর্মন:প্রাবন্ধিক, প্রকাশনা বিষয়ক আলোচনা
শ্যামল কান্তি দে:ছিলোমিলো কবিতা পাঠ
ডা:শ্যামোৎপল বিশ্বাস :সাংগঠনিক আলোচনা
মন্টু দাস:আলোচক ত্রিপুরার সাহিত্য
নিবারণ নাথ :লিটল ম্যাগাজিন বিষয়ক আলোচনা
মধুমঙ্গল সিনহা :সংখ্যালঘুদের ভাষা সংকট বিষয়ক আলোচনা
সুচিত্রা দাস:ত্রিপুরার কবিতায় মহিলাদের উপস্থিতি বিষয়ক আলোচনা
উৎপলা গোস্বামী মুখার্জী:ত্রিপুরার কবিতায় সুরারোপ বিষয়ক আলোচনা
রীতা পাল :লোকগীতি
দেবাঞ্জনা সেন :লোকগীতি
শাশ্বতী দাস :সাংগঠনিক আলোচনা ও সংগীত পরিবেশন
গৌরাঙ্গ দেবনাথ :নব প্রজন্মের প্রকাশনায় আসা
শাশ্বতী দেব:কবিতা পাঠ
চিন্ময় চক্রবর্তী :কবিতা পাঠ
কাজী নিনারা বেগম:সাহিত্যে মুসলিম মহিলাদের উপস্থিতিতে সমস্যা বিষয়ক আলোচনা
সমবেত থিম সংগীত :সদস্য /সদস্যাবৃন্দ
একক সংগীত
উৎপলা গোস্বামী মুখার্জী,শাশ্বতী দাস, রীতা পাল
দেবাঞ্জনা সেন, চন্দ্রিমা বণিক
মগ ভাষায় অনুদিত রবীন্দ্র সংগীত
ক্রাইরী মগ চৌধুরী
কবিতা পাঠ
অশোকানন্দ রায়বর্ধন,জহর দেবনাথ, বিজন বোস
জহরলাল দাস, ক্রাইরী মগ চৌধুরী, নিয়তি রায়বর্মন
শ্যামল কান্তি দে,ডা:শ্যামোৎপল বিশ্বাস
মন্টু দাস,নিবারণ নাথ, মধুমঙ্গল সিনহা, সুচিত্রা দাস
উৎপলা গোস্বামী মুখার্জী,রীতা পাল, দেবাঞ্জনা সেন
শাশ্বতী দাস, গৌরাঙ্গ দেবনাথ, শাশ্বতী দেব
চিন্ময় চক্রবর্তী, কাজী নিনারা বেগম
স্বাগত বক্তব্য ও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ :গোবিন্দ ধর
আয় ব্যয়ের হিসেব পেশ:বিজন বোস
সভাপতি কর্তৃক পুরানো কমিটি বাতিল ঘোষণা
ভোটাভুটিতে ২০২৩-২৪ কর্মবছরের নতুন কমিটি গঠন :সহযোগিতা -অশোকানন্দ রায়বর্ধন
নতুন কমিটি গঠনের পর সম্পাদক কর্তৃক বক্তব্য
সমবেত সমাপ্তি সংগীত
সভাপতি কর্তৃক সমাপ্তি ঘোষণা
ধন্যবাদান্তে
গোবিন্দ ধর
সম্পাদক
প্রকাশনা মঞ্চ
0 Comments