গোবিন্দ ধরের কবিতা
গোবিন্দপিডিয়া
গোবিন্দ ধর
বই ও বীর্যবহন করে চলেছি সেই কিচ্ছু বুঝার আগে থেকেই।
নিজের বীর্যবহন করতে করতে আমি ক্লান্ত নয় আনন্দিত।
বই বহন করতে করতেও ক্লান্ত নয়।
শুধু তোমাকে বইয়ের ভেতরের আলোয় আলোকিত করতে আমি ক্লান্ত।
বীর্যবহন করার প্রকৃত প্রেমিকা খুঁজতে খুঁজতেও আমি প্রতারিত।
সেই সবুজের মাঠে হাঁটতে হাঁটতে প্রতিদিন দুটো মানুষকে খুঁজছি
এক তোমাকে যে আমাকে প্রতারিত করবে না।
দুই যে মানুষটি বই পড়বে তার অন্ধকার থেকে বেরিয়ে আলোকিত হতে চায়।
আর কিছু খুঁজছি না আপাততঃ।
আর সব বহন করেছি ধারন করবে কেউ।
২৮:০৫:২০২৩
সময়:১২টা১০মি
আগরতলা প্রেসক্লাব।
0 Comments