কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় সংখ্যা :

কথাপৃষ্ঠা 


রামকুমার মুখোপাধ্যায়ের জন্ম ১৯৫৬ সালের ৫‌  অক্টোবর, শুক্রবার, কলকাতার লেডি ডাফরিন হসপিটালে। বাবার নাম রামাঙ্গমোহন মুখোপাধ্যায় এবং মায়ের নাম কনকলতা মুখোপাধ্যায়। মাত্র দেড় বছর বয়সে বাবার মৃত্যুর পর কলকাতা ছেড়ে বাঁকুড়া জেলার,  বিষ্ণুপুর মহকুমার, গেলিয়ার বাড়িতে চলে যান।
   বেড়ে ওঠেন গ্রামীণ পরিবেশে রাঢ় বাংলার সংস্কৃতি ও সমাজের মধ্যে। ১৯৭৬ সালে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে ইংরেজিতে সাম্মানিক সহ বি.এ. পরীক্ষায় উত্তীর্ণ হন। পরের পড়াশোনা ও গবেষণা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। 
   ভারতের সাহিত্য অকাদেমিতে এগারো বছর সহকারী সম্পাদক হিসেবে এবং পরে চোদ্দো বছর পূর্ব ভারতের সচিব হিসেবে কর্মরত ছিলেন। পরে  সাহিত্য অকাদেমির বাংলা উপদেষ্টা পরিষদের আহ্বায়ক হন। বিশ্বভারতীর প্রকাশনা বিভাগের অধিকর্তা  হিসেবে দায়িত্বভার পালন করার পর  অবসর নেন। তিনি ভারতীয় ভাষা পরিষদের সভাপতিও ছিলেন। বর্তমানে শরৎ সমিতির সভাপতি। 
    তিনি 'সন্ধিৎসা' ও 'আবহমান' নামের দুটি পত্রিকার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বর্তমানেও কয়েকটি বাংলা ও ইংরেজি পত্রিকার পরামর্শদাতা  ও সম্পাদনা সমিতির সদস্য।  'মাদলে নাতুন বোল' নামে চোদ্দোটি  ছোটগল্পের প্রথম সংকলন কলকাতা থেকে ১৯৮৪ সালে প্রকাশিত হয়।  প্রথম উপন্যাস 'চারণে প্রান্তরে' ১৯৯৩ সালে  প্রকাশ পায়।
    এই সংখ্যা প্রকাশের ইচ্ছা দীর্ঘদিন ধরে লালন করে এসেছি। আগে প্রকাশ করতে পারিনি কারণ কিছু লেখা হাতে পেতে দেরি হয়। কয়েকটি লেখা আমাদের পরিকল্পনার সঙ্গে না মেলায় বাদ‌ও দিতে হয়। তবে শেষ পর্যন্ত পুরোনো ভাবনা বাস্তবায়িত হলো। 
   এই সংখ্যাটিতে তিনটি পর্ব আছে। প্রথম পর্বে আছে লেখকের সৃজনশীল রচনার আলোচনা।  এই পর্বে উপন্যাস নিয়ে যাঁদের লেখা আছে তাঁরা হলেন সত্যবতী গিরি, সুমিতা চক্রবর্তী, সুরভি বন্দ্যোপাধ্যায়, সুরঞ্জন মিদ্দে,  শ্যামল ভট্টাচার্য, দীপঙ্কর মল্লিক, পুষ্পল মুখোপাধ্যায় , সুমনা সাহা,  শমিতা ভট্টাচার্য, অরিন্দম সাহা, জয়ন্ত বিশ্বাস, দুর্গাদাস মিদ্যা, পুরুষোত্তম সিংহ ,বিশ্বনাথ কুইরী ও বিমলকুমার থান্দার। গল্প নিয়ে লিখেছেন ছন্দা ঘোষাল, সঞ্জীব দাশ, সমীরণ বেরা, রিমি বাছাড়, অগ্নিমিত্রা পাণ্ডা, রঙ্কু দাস, জয়া ধীবর, রাতুল দাস ও  সুদীপ চক্রবর্তী।
   দ্বিতীয় পর্বে আছে ভারতীয় সাহিত্য নিয়ে আলোচনা। রামকুমার মুখোপাধ্যায় ভারতীয় গল্প, ভারতীয় লোকগল্প ও কবিতা নিয়ে যে তিনটি সংকলন করেছেন তা নিয়ে আলোচনা।  লিখেছেন উজ্জ্বলকুমার মজুমদার ,জয়া মিত্র ,পবিত্র সরকার এবং শফি আহমেদ। 
   তৃতীয় পর্বে লেখকের সঙ্গে সাক্ষাৎকার আছে  দুটি। একটি নিয়েছেন গোবিন্দ ধর আর অন্যটি ঝুমুর পাণ্ডে। পাশাপাশি রামকুমার মুখোপাধ্যায়ের এখন  পর্যন্ত  প্রকাশিত গ্রন্থের পঞ্জি দেওয়া হয়েছে । এছাড়াও স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র দিয়ে আমরা সাজিয়েছি।
   আশা রাখি কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়ের জীবন ও  সৃষ্টির চর্চায় এই সংখ্যাটি বর্তমানে ও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।


0 Comments