পারিজাত দত্ত,আপনাকে || গোবিন্দ ধর লিখিত পত্র
পারিজাত দত্ত,আপনাকে || গোবিন্দ ধর লিখিত পত্র
পারিজাত দত্ত
আপনাকে
প্রিয়
বন্ধু তোমার সমস্যা ও উদ্বেগ
কিছু হলেও উপলব্ধি করতে পারি বন্ধু। কিন্তু নিজেও এতোটাই বিবর্তিত জর্জরিত সাধ থাকলেও কারো সাতেপাঁচে থাকা আমারও হয় না।তবুও নিজের যন্ত্রণার বিশে আমিই বিশেষায়িত।
পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনা করি।যদিও সে অধিকার আমার আছে আদৌ তাও প্রশ্নবিদ্ধ করি আমাকেই আমি।আমি কারো উপকারে লাগি না কিন্তু আমার উপকারের জন্য আমিও সকলকেই চাই।
তোমাকে জীবনে কখনোই কিছু দিতে পারিনি।কিন্তু তুমিও এই অর্বাচীনকে নানা সময় তুলে ধরেছো বহু উচ্চতায়।তোমার কলমের উচ্চারণে আমি বহু প্রশংসিত হয়েছি তাও বুঝি।কিন্তু আমি আসলেই খড়কুটো।
আমি হয়তো কিছুই করার মতো যোগ্য নই তবুও নিজের জন্য কিচ্ছু চাইনি বন্ধু। চেয়েছি সমষ্টির মঙ্গল। কিন্তু তাও বুঝি আমার সে যোগ্যতা ও উচ্চতা নেই।
তবুও সকলের জন্য কবেই আহুতি দেওয়া এই অধমকে স্মরণে রেখো-আমি আপনাদেই হুকুমের বান্ধা,বন্ধু।
তোমার বন্ধু
গোবিন্দ ধর
১৪:০৫:২০২৫
0 Comments