উনকোটি ভ্রমণ :২১:১০:২০২৩

গোবিন্দ ধর 

মহাসপ্তমীতে হঠাৎ সপরিবারে সহকর্মী ভুলুকুমার দেববর্মা কুমারঘাট উপস্থিত হলেন সকাল সকাল। কি আর করি কুমারঘাটে কি আর আছে দেখানোপনার।বললাম চলুন যাই ঊনকোটি। তিনিও একপায়ে রাজী। বেরিয়ে গেলাম পুজোয় নয় প্রকৃতি দেখার জন্য। অষ্টাদশ শতকের শিল্পকর্ম ঊনকোটি। এক কম কোটি দেবতাদের নিদ্রিত মূর্তি।কথিত আছে জনশ্রুতি হলো একদিন সকল দেবতা ভ্রমণে বেরিয়ে রাত্রি হয়ে গেলে ঘুমিয়ে পড়েন ঊনকোটি পাহাড়ে।সকাল হওয়ার আগে আবার সজাগ হয়ে স্বর্গের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিলো দেবতাদের। কিন্তু ভোর হয়ে গেছে। কাক ডেকে দিয়েছে।দেবতা আর সজাগ হননি। সকল দেবতা পাথর হয়ে গেলেন।
আরেক মিথ হলো কালু কামার হাতুড়ি ছেনি দিয়ে দীর্ঘদিন খোদাই করে তৈরি করেন এক কম কোটি দেবতাদের। সেই থেকে কৈলাসহরের এই সুউচ্চ পাহাড়ের গায়ে শিবদুর্গার মূর্তি সাথে আর অনেক দেবদেবীর মূর্তি মিলে এক কম কোটি দেবতাদের পাথরে খোদাই শিল্পকর্ম প্রকৃতির সহজ পরিবেশে এখনো ভ্রমণ পিপাশুদের মনোরঞ্জনের অপরূপ সৌন্দর্য্যের নিদর্শন উনকোটি। 

২১:১০২০২৩

0 Comments