চিন্তাবিশ্ব || চৈতন্য ফকির
চিন্তাবিশ্ব || চৈতন্য ফকির
করবীতত্ব
করবীর বীজ।খাও মধুসম।ফল বিষম মৃত্যুবিষ।সুধীজন,ইহাই রক্তকরবী নাটকের বহুমুখীকরণ।
প্রকৃতপক্ষে যারা নিজের আখের গোছানো ছাড়া আর কিছুই করেন না তারাই শুধু পরনিন্দা আর উপদেষ্টার ভূমিকায় অবতীর্ণ হোন।এই জগৎ সভায় এককভাবেই সমস্ত কাজ করতে হয়।কিন্তু একা বাঁচার মধ্যে কোন আনন্দ কোথায়?বরং একজনকেও পথ দেখাতে পারলে সেই কাজটিই হতে পারে রবীন্দ্র উত্তর পর্বে সাম্যবাদের প্রাথমিক শিক্ষা। পথ চেনার পর পথের সাথীকে সকলেই ভুলে যান এ আর নতুন কিছু নয়।
তথাপি কেউ কেউ নিজের আখের গোছানোর চেয়েও কমবেশ কয়েকজনের চলার পথে সঙ্গী হোন তিনিই প্রকৃতজন।
বাকীদের মেধা মনন চিন্তা চেতনা যত অধিকই হোক মেধা তালিকার উপরেই অবস্থান করুন তাতে সময় ও সমাজের নিকট তাদের প্রয়োজনীয়তা আদৌ শূন্য।
জন্মের আগেই তাদের হৃদয়ে ঘাঁটি গেড়ে বসে আছে পুঁজিবাদ।
সময়কে সুস্থ রাখতে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পুঁজিবাদ সব থেকে বড় অন্তরায়।
কিন্তু এমন কোন কৌশল আমাদের হাতে নেই একদিনে এই পুঁজিবাদের শক্তিগুলো ধ্বংস হয়ে নতুন সূর্যোদয় হবে।এরকম আলাদিনের আশ্চর্য প্রদীপ জ্বালিয়ে নিশ্চিহ্ন করা অসম্ভব ছোটবেলা থেকে মনের গভীরে গড়ে ওঠা স্বার্থবাদ।
০৯:০৫:২০২৩
রাত:১১টা৫৫মি
কুমারঘাট।
0 Comments