আধুনিক বাংলা সাহিত্যে একটি উজ্জ্বল নাম: গোবিন্দ ধর || মণ্টু দাস
আধুনিক বাংলা সাহিত্যে একটি উজ্জ্বল নাম: গোবিন্দ ধর
মণ্টু দাস
গোবিন্দ ধর শুধু একটি নাম নয়। একটি প্রতিষ্ঠান। যাকে বাদ দিয়ে উত্তর পূর্বাঞ্চল এমনকি গোটা বৃহত্তর বাংলা সাহিত্য সৃষ্টি ও প্রকাশনার জগতের ইতিহাস কল্পনা করা যায় না। ভারতের পূর্বোত্তর সীমান্তের ছোট্ট বনকুন্তলা রাজ্যে বাস করে বাংলা সাহিত্য সৃষ্টি ও প্রকাশনার জগতে এক নতুন দিশা দেখাতে সক্ষম হয়েছেন। বিশেষ করে প্রকাশনা শিল্পে ত্রিপুরাকে বৃহত্তর বাংলা প্রকাশনা জগতে এমন ভাবে প্রবাইড করেছেন --যা ভাবলে আশ্চর্য হতে হয়। রাজধানী থেকে অনেক দূরবর্তী একটি ছোট্ট শহরে বাস করে প্রকাশনা জগতে রাজধানী আগরতলার সকল প্রতিষ্ঠানকে ছাড়িয়ে তাঁর 'স্রোত প্রকাশনা' শুধু এগিয়ে নয়, বলা যায় ট্রিমেণ্ডিয়াস ভাবে এক ইতিহাস সৃষ্টি করেছে।তাঁর 'স্রোত প্রকাশনা' থেকে প্রকাশিত শ্যামল ভট্টাচার্যের 'লোদ্রভার কাছে' গ্রন্থটি বাংলা একাডেমি পুরস্কার পায়। এছাড়া সেবিকা ধর এর গ্রন্থ ও তিমিরবরন চাকমা অনুদিত চাকমা ভাষায় প্রকাশিত 'গীতাঞ্জলি' বেস্ট প্রডাকশন হিসেবে ত্রিপুরা রাজ্য সরকার থেকে পুরস্কৃত হয়।পুরস্কৃত হয় মানবীবিদ্যার আলোকে নারী :এক ভিন্নমাত্রিক পাঠ:সেবিকা ধরের বইটিও।পশ্চিম বঙ্গ,অসম, ত্রিপুরা ও বাংলাদেশের লেখকদের প্রায় শতাধিক গ্রন্থ 'স্রোত প্রকাশনা' প্রকাশ করে --যা ভাবলে আশ্চর্য হতে হয়।
গোবিন্দ ধর বহুমুখী প্রতিভার অধিকারী। কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, সাময়িক পত্র সম্পাদনা সহ নানা বিষয়ে গবেষণা ও তাঁর প্রানবন্ত সৃষ্টি সাহিত্য পরিমণ্ডলকে সমৃদ্ধ করেছে। 'স্রোতস্বিনী' নামক ছোট পত্রিকা সম্পাদনার মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ নব্বইয়ের দশকের শেষ দিকে। ধীরে ধীরে সাহিত্যের নানা বিভাগে অবাধ বিচরণ তাকে বহুমাত্রিকতা দিয়েছে। সাহিত্য সৃষ্টি শুধু নয়, রীতিমতো একটি আন্দোলন গড়ে তুলেছে এ রাজ্যে।তাঁর ছত্রছায়ায় ত্রিপুরায় অসংখ্য ছোট পত্রিকা সৃষ্টি হয়েছে। তৈরি হয়েছে অনেকগুলো প্রকাশন সংস্থা --যারা ত্রিপুরার সাহিত্য পরিমণ্ডলকে সমৃদ্ধ করছে। বহু পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে কয়েকজন সহযোগীকে নিয়ে 'প্রকাশনা মঞ্চ ত্রিপুরা' গড়ে তুলেছে --যা ধীরে ধীরে একটি প্রেস্টিজিয়াস অর্গেনাইজেশনে রূপান্তরিত হচ্ছে। ত্রিপুরার সৃষ্টিকে গোবিন্দ একক প্রচেষ্টায় বৃহত্তর বাংলা সাহিত্যের অঙ্গনে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এটা এ রাজ্যের অসাধারণ গৌরব। তাই শুরুতে বলেছিলাম গোবিন্দ শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান।
গোবিন্দ আমার অত্যন্ত স্নেহাস্পদ। তাকে অনেকটা কৈশোর থেকে দেখেছি। অত্যন্ত নম্র ও ভদ্র। মার্জিত রুচি সম্পন্ন। তাঁর পরিশিলিত ও আকর্ষণীয় চেহারা এবং মৃদু হাসি সকলকে আকর্ষিত করে। কখনো উচ্চ স্বরে কথা বলতে দেখিনি। আকর্ষণীয় ব্যক্তিত্ব ও প্রতিভা তাকে অণন্যতা দিয়েছে। আপাত: শান্ত ও নম্র স্বভাবের আড়ালে রয়েছে এক দুর্দমনীয় শক্তি এবং ননকম্প্রমাইজ মেণ্টেলিটি --যা তাকে অনেকের চেয়ে আলাদা করে রেখেছে। আর এই আলাদা থাকার কারণে সে অনেক কঠিন কাজ করতে পারে --যা অনেকে করতে পারবেননা। এখানেই গোবিন্দের অনন্যতা। তাই তাকে নিয়ে অনেক গবেষণা খুব প্রয়োজন।
সে সাধারণ মানুষের থেকে অনেকটা পৃথক। কাজ করবার সামর্থ অনেক অনেক বেশি। ফলে সে যে কাজে হাত দিয়েছে,সেটা যত বিপদ সঙ্কুল হোক,তা সফল করে ছেড়েছে। কোথাও থেমে থাকেনি। ত্রিপুরায় বিকল্প প্রকাশনা মঞ্চ সৃষ্টি তার একটি অসামান্য কাজ। লিটল ম্যাগাজিনকে প্রকাশনা সংস্থায় উত্তরণ ঘটানো , নতুন প্রকাশক সৃষ্টি, নতুন লেখক সৃষ্টি ইত্যাদি অনেক কিছু করে ত্রিপুরার সাহিত্য পরিমণ্ডলকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। অনেক সাহিত্যিক এরাজ্যে প্রতিষ্ঠিত হচ্ছেন --যাঁরা তার হাত ধরে উঠে এসেছেন।
তাঁর অসাধারণ সাংগঠনিক দক্ষতায় রাজ্যে নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠান গড়বার পাশাপাশি সাহিত্য সৃষ্টি করে চলে দুর্নিবার ভাবে। একদিকে পরিবার, নিজের কর্মস্থল দেখা সেই সাথে অদম্য শক্তি নিয়ে নানা গবেষণা ও সাহিত্যের নানা বিভাগে অবাধ পদচারণার মাধ্যমে সে হয়ে উঠেছে এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর সৃষ্টির দিকে লক্ষ্য করলে দেখা যায় এপর্যন্ত সম্পাদনা করেছে দশটি পত্রিকা। তেত্রিশটি প্রতিষ্ঠানের সাথে একান্ত ভাবে যুক্ত। ব্যক্তিগত কবিতা সংকলন এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে পনেরটি। যৌথ কবিতা সংকলন পনেরটি। আবৃত্তির সিডি তিনটি। ছড়া সংকলন দু'টি। যৌথ ছড়া সংকলন একটি। প্রবন্ধ ও গবেষণা গ্রন্থ পনেরটি।অনু গল্প সংকলন একটি গদ্য সংকলন একটি। সম্পাদিত গ্রন্থ আঠারোটি। সম্মাননা ও পুরস্কার উনত্রিশটি।
পঞ্চান্ন বছর বয়সে এই বিপুল সৃষ্টি নিয়ে ভাবলে আশ্চর্য হতে হয়। সত্যিই গোবিন্দ ধর এক বিস্ময়কর প্রতিভা --যাকে ডিঙ্গানো সহজ নয়। সে অপ্রতিরোধ্য। একারণে সে অনেকের কাছে ঈর্ষার বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাই আমি মনে করি সে তাঁর প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছে। তবে এটা ঠিক যে সূর্যকে আড়াল করবার শক্তি কার আছে! তাই এই বিস্ময়কর প্রতিভার কাছে বাংলা সাহিত্য আরো অনেক কিছু প্রত্যাশা করছে। এই প্রত্যাশা পূরণে গোবিন্দ ধর সফল হবে।
0 Comments