প্রকাশনা মঞ্চের মূল ভাবনা || গোবিন্দ ধর
প্রকাশনা মঞ্চের মূল ভাবনা
গোবিন্দ ধর
প্রকশনয় মঞ্চ শুধুমাত্র সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করে না।সাংস্কৃতিক কর্মী সাধারণই আমাদের পুঁজি। কিন্তু আমরা লিটল ম্যাগাজিন ও প্রকাশনা সংস্থাগুলোকে নিয়ে ত্রিপুরা সরকারের সোসাইটি রেজিস্ট্রার প্রাপ্ত একটি ব্যতিক্রমধর্মী সংস্থা। ত্রিপুরা, উত্তর পূর্ব ভারত এমনকি উপমহাদেশের প্রকাশনা আন্দোলনের ইতিহাস ঘাটলে ক্ষুদ্র পত্র পত্রিকা ও পাবলিশার্সদের নিয়ে যৌথ প্রকাশনা আন্দোলন সংগঠিত করা এবং ক্ষুদ্র পত্র পত্রিকা ও ছোট ছোট প্রকাশনা সংস্থার দাবিদাওয়া বিষয়ে যৌথ কণ্ঠস্বর একমাত্র সংস্থা প্রকাশনা মঞ্চ।
শুরুর দিনগুলো থেকে তার ঘরেবাইরে দক্ষতা অর্জনের আত্মমর্যদা তৈরী করতে একঝাঁক লড়াকুদেরকে তৈরী করতে প্রত্যেক সদস্য সদস্যাদের অপরিসীম আবেগময় শ্রমই আমাদের লক্ষ্যে পৌঁছনোর মূল চালিকা শক্তি।
আমাদের সংস্থায় পাওয়ার দিক অতি সামান্য। কারণ লিটল ম্যাগাজিন সম্পাদনা সম্পাদকের নিকট ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। পাশাপাশি বৃহত্তর বাংলা সাহিত্যে এক পটপরিবর্তনের অঙ্গীকার। অনেক ত্যাগ ও তিতিক্ষার সম্মিলিত আন্দোলন হলো লিটল ম্যাগাজিন প্রকাশ।এই মহত্তর কাজে মুনাফা হলো আগামীর বীজতলা তৈরীর কারিগর লিটল ম্যাগাজিন। তাদের নিকট অর্থনৈতিক মুনাফা মুখ্য নয়।ভোগবিলাসের সমাজ ব্যবস্থায় এই কাজ দুরূহ। অনেকেই আমাদের সাথে সেচ্ছায় যুক্ত হয়ে সাথে চলেন।অনেকেই কিছুদূর হেঁটেই ক্লান্তি অনুভব করে মাঝ পথে পা থমকে পড়েন।
এতে আমরা মর্মাহত হই।আমাদের এগিয়ে যেতে প্রতিনিয়ত নতুন বন্ধু লিটল ম্যাগাজিনের নিকট পৌঁছতে হয়।অনেকের সাথে অনেককে নিয়ে হাঁটার সংকল্প আমাদের জন্মলগ্নে অঙ্কুরিত ছিলো বুকের ভেতর। সুতরাং কেউ হারিয়ে গেলে আমাদের ব্যথা চিনচিন করে। কিন্তু কঠিন লড়াইয়ে শুরুর দিনগুলোতে যাদের সক্রিয় ভূমিকা থাকে মাঝ পথে হারিয়ে গেলে বৃহত্তর বাংলা সাহিত্যের কিচ্ছু যায় আসে না। মহাকালের কালখণ্ডে আমরা কেউ-ই কিচ্ছু নয়।আমিও নয় আপনিও নয়।তথাপি আমরা হারিয়ে যেতে নয় লিটল ম্যাগাজিন আন্দোলনের শরিক হবার জন্যই আমরা এই আন্দোলনের শরিক।
আর ক্ষুদ্র প্রকাশনা সংস্থাগুলো আক্ষরিক অর্থেই ক্ষুদ্র তাদের আর্থিক বড় পুঁজি নেই কিন্তু মনের ভেতর সুপ্ত আগ্নেয়গিরি লুকিয়ে তাদের প্রতিনিয়ত বড় বড় প্রকাশক প্রকাশনা সংস্থাগুলোর সাথে ভালো প্রকাশনার প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আর্থিকভাবে ততোটুকু সাবলীল না থাকায় অনেক ভাবনাকে বাস্তবায়িত করতে হিমসিম খান ওরা। কিন্তু বুকের ভেতর লালিত স্বপ্ন দুপাতা দেবার স্বপ্নই সম্বল করে এগিয়ে যাওয়াই আসল কাজ আমাদের।
সুতরাং আমরা শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডেই যুক্ত নয় বরং আমরা লিটল ম্যাগাজিন ও প্রকাশনা সংস্থার যৌথ স্বপ্নকে লালন করি।
১৪:০৭:২০২৫
0 Comments