বোধিবৃক্ষ ( উৎসর্গত্রিপুরার কুমারঘাটের কবি গোবিন্দ ধর মহাশয়কে) || হাসনাইন সাজ্জাদী
বোধিবৃক্ষ
( উৎসর্গ
ত্রিপুরার কুমারঘাটের কবি গোবিন্দ ধর মহাশয়কে)
হাসনাইন সাজ্জাদী
বোধিচিত্র হয়ে পড়া জনগোষ্ঠীর ভিতর থেকে
দাঁড়িয়ে আছে কেউ কেউ
তাদের আবার কারো কারো কথা ও ছবি
উপমা চিত্রকল্প ও সমবেদনার অলংকরণ
হয়ে কবি করে তোলেছে সমাজে তাঁকে
লেটেস্ট সবই।জীবন যখন নদী!
নদী সাঁতরে চলা জলের সিঁড়িতে
দাঁড়িয়েছিল আরো কত শত
তারা সবাই এখনো আলোর সারথি হয়নি
কেউ কেউ কবি হয়েছে,তুমিও
মাখো-মাখো বোলে মিঠে-মিঠে রোদে
প্রেমপত্র আদানপ্রদানই
প্রেমিক করে না সবাইকে
কারো কারো জুটে এই খেতাব
কবিতা প্রেমিক
তোমার মতো যারা নিবেদিত।
-হাসনাইন সাজ্জাদী
৩২৮, শহিদ জননী জাহানারা ইমাম সরনী,এলিফ্যান্ট রোড,ঢাকা।
0 Comments