ভাষা সুরক্ষা আইন হোক রাষ্ট্রীয় দায়িত্ব

চৈতন্য ফকির

ভাষার প্রতি রাষ্ট্রীয় খড়গ ভাষাকে করে দিতে পারে লুপ্ত।সুতরাং এরকম প্রয়াস ককবরক ভাষাকে নিঃশেষ করারই প্রাথমিক ভাবনা।এমন হওয়া সমীচীন হবে না।আমরা সকল ভাষার প্রতি আন্তরিকতা শিখেছি।এইভাবনা নিয়েই বাঁচতে চাই।যেকোন ভাষা ভাষাপরিবারেরই সদস্য।ভাষা ছোট বড় হতে পারে না।সকল ভাষাই শ্রেষ্ঠ। আমার ভাষায় কম লোক কথা বললেই আমার ভাষা ছোট নয়।সকল ভাষাই মানব জাতির এক একটি সম্পদ।এখন অব্দি হারিয়ে যাওয়া সকল ভাষাই আমাদের সম্পদ হারিয়ে কিংবা নষ্ট হওয়ার সামিল।সকল ভাষাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব রাষ্ট্রের।রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি ভাষা ধ্বংসের কারণ হয় তো এর চেয়ে পৃথিবীতে বেদনার কিছু হতে পারে না।সকল জাতির সকল ভাষার প্রতি আমার শ্রদ্ধা জানাই।সকলেই আমরা সকলের ভাষাকে শ্রদ্ধা জনালে ভাষা লুপ্ত বা বিনাশের ভাবনা আসতোই না।আসুন না রাষ্ট্রীয় পরিকাঠামো এমন হোক যেন প্রত্যেকের ভাষাকে রাষ্ট্রীয় ভাবে রক্ষা করার আইন তৈরী হয়।সংবিধান সংশোধনেরও প্রয়োজন হলে হোক তবুও সকল ভাষার প্রতি সমান মর্যাদা সমান অধিকার হোক আমাদের ভাষা সুরক্ষা আইনের অন্তর্গত।

৭:৫:২০১৮
সকাল:১০:২৫মি
কুমারঘাট

0 Comments